বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসান-শাহিন তোপে বেহাল জিম্বাবুয়ে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ এপ্রিল, ২০২১ ২২:৪৫

মাত্র ১৭৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। বল হাতে চারটি করে উইকেট তুলে নেন হাসান ও শাহীন। দিনের খেলা শেষ হওয়ার সময় পাকিস্তানের স্কোর ছিল কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান। ক্রিজে ৪৩ রানে টিকে আছেন ইমরান বাট ও ৫৬ রানে অপরাজিত আবিদ আলী।

টি-টোয়েন্টি সিরিজ বগলদাবা করে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও দারুণ শুরু করেছে পাকিস্তান। হারারে স্টেডিয়ামে সফরকারিদের দুই ফাস্ট বোলার হাসান আলি ও শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে দিশেহারায় স্বাগতিক জিম্বাবুয়ে।

মাত্র ১৭৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। বল হাতে চারটি করে উইকেট তুলে নেন হাসান ও শাহিন।

৩০ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে স্বাগতিক দল।ব্যাট হাতে রয় কায়া সর্বোচ্চ ৪৮ রান তুলেন। বল হাতে কেভিন কাসুজা, অধিনায়ক ব্রেন্ডন টেইলর, কায়া ও রেজিস চাকাভাকে সাজঘরে পাঠান পাকিস্তানের পেইসার হাসান আলি।

ওপেনার প্রিন্স মাসভাউরে, টেন্ডাই চিসোরো, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভার উইকেট শিকার করেন আফ্রিদি। মিল্টন শুম্বা রান আউটে বিদায় নেন ক্রিজ থেকে। বাকি একটি উইকেট নেন নুমান আলি। জিম্বাবুয়ে ৫৯ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায়।

প্রথম দিনেই স্বাগতিকদের গুটিয়ে ব্যাটিং নেমে পড়ে পাকিস্তান। দিনের খেলা শেষ হওয়ার সময় সফরকারিদের স্কোর ছিল কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান। ৭৩ রানে পিছিয়ে আছে বাবর-রিজওয়ানরা। ক্রিজে ৪৩ রানে টিকে আছেন ইমরান বাট ও ৫৬ রানে অপরাজিত আবিদ আলী।

গত সিরিজে আফগানিস্তানের সঙ্গে ড্র করেছে জিম্বাবুয়ে। ২০১১ সাল থেকে টেস্টে জয়ের দেখা পায়নি দলটি।আর সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হারিয়ে করে জিম্বাবুয়েতে পা রাখে পাকিস্তান।

এ বিভাগের আরো খবর