বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ি ফিরতে চার্টার্ড বিমান চাইলেন লিন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ এপ্রিল, ২০২১ ১৩:২৭

নিজের ও আইপিএলে খেলা অন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যেন কোভিড মহামারির মধ্যে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে লক্ষ্যেই লিনের এই আহ্বান। তিনি এরই মধ্যে সিএর সঙ্গে যোগাযোগ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ কর্প মিডিয়াকে জানান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর আসর শেষ হওয়ার পর বাড়ি ফেরার জন্য চার্টার্ড বিমান চাইলেন ক্রিস লিন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড- ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে এ আবেদন জানান মুম্বাই ইন্ডিয়ানসে খেলা এ হার্ড হিটিং ব্যাটসম্যান।নিজের ও আইপিএলে খেলা অন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যেন কোভিড মহামারির মধ্যে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে লক্ষ্যেই লিনের এই আহ্বান। তিনি এরই মধ্যে সিএর সঙ্গে যোগাযোগ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ কর্প মিডিয়াকে জানান।‘আমাদের আইপিএল চুক্তির ১০ শতাংশ ক্রিকেট অস্ট্রেলিয়া পায়। আমি তাদের কাছে এসএমএস করে জানতে চেয়েছি যে ওই অর্থের কিছুটা অংশ এই বছরের আইপিএল শেষে একটা চার্টার্ড বিমানের পেছনে খরচ করা যায় কি না?’লিনের আশা টুর্নামেন্ট শেষে দেশে ফিরতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সহায়তা করবে দেশটির সরকার।‘জানি দেশে আমাদের চেয়ে খারাপ অবস্থায় অনেকেই আছেন। কিন্তু আমরা একটা নিরাপদ বায়ো বাবলের মধ্যে আছি এবং সামনের সপ্তাহে সবাই টিকা নিচ্ছি। আশা করি, সরকার আমাদের চার্টার্ড বিমানে করে দেশে ফিরতে দেবে।’ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন সংক্রমণের ক্ষেত্রে হচ্ছে রেকর্ড। সোমবার দেশটিতে নতুন করে আক্রান্ত হন ৩ লাখ ২৩ হাজার জন আর মারা যান ২ হাজার ৭০০-এর বেশি। এমন অবস্থায় লিনের আবেদনের পরপরই মঙ্গলবার সকালে ভারত থেকে অস্ট্রেলিয়া আসা বাণিজ্যিক ও বিশেষ সরকারি সব ফ্লাইট ১৫ মে পর্যন্ত বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। এমনকি ভারত থেকে দুবাই ও দোহা হয়ে আসা কানেক্টিং ফ্লাইটগুলোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।ভারতে খেলতে থাকা ক্রিকেটারদের কী হবে এই প্রশ্নের জবাবে মরিসন বলেন, মে মাসের শেষদিকে অস্ট্রেলিয়ানদের দেশে ফিরিয়ে আনার ফ্লাইটগুলোর ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা দেয়া হবে না।‘এটা অস্ট্রেলিয়া দলের সফরের কোনো অংশ নয়। তারা নিজেদের ব্যবস্থায় গিয়েছেন। আমি নিশ্চিত নিজেদের ব্যবস্থাতেই তারা অস্ট্রেলিয়াতে ফিরতে পারবেন’, বলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।আইপিএলে লিন ছাড়াও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, জাই রিচার্ডসন ও রাইলি মেরেডিথের মতো তারকারা খেলছেন।তবে, কোভিড বিধিনিষেধের কারণে দেশে ফেরার ঝামেলা এড়াতে এরই মধ্যে টুর্নামেন্ট ছেড়েছেন অ্যান্ড্রু টাই। সোমবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে দেশে ফেরেন কেইন রিচার্ডসন ও অ্যাডাম জ্যাম্পা।ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু না জানালেও, তারা নিয়মিত অস্ট্রেলিয়ান খেলোয়াড়, আম্পায়ার, কোচিং স্টাফ ও ধারাভাষ্যকারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।আইপিএলের গ্রুপ পর্ব শেষ হচ্ছে ২৩ মে। আর ফাইনাল হবে ৩০ মে।

এ বিভাগের আরো খবর