পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে রানের বন্যা বওয়া ম্যাচটা ড্র হয়েছে। ম্যাচে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি ছাপিয়ে ২২ গজের পিচটা আলোচনার জন্ম দিয়েছে। ফ্ল্যাট উইকেট করায় বোলারদের সুযোগ সীমিত হওয়া নিয়েও সমালোচনা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও লঙ্কান সফরে বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন পিচ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার মতে, এই উইকেটে ম্যাচ জেতা সম্ভব নয়।
‘আমি বিশ্বাস করি এই ম্যাচের উইকেট একদম ফ্ল্যাট ছিল। যেখানে এই কন্ডিশনে, এই উইকেটে টেস্ট ম্যাচের ফল হওয়া খুবই কঠিন আসলে।
‘শ্রীলঙ্কা দলও হয়তো পছন্দ করেনি এই উইকেটকে। কিন্তু দুই দলের বোলারদের জন্যই আমার খারাপ লেগেছে। এই উইকেটে টেস্ট ম্যাচ জেতানো, বোলারদের জন্য খুবই কঠিন।’
এমন ব্যাটিং স্বর্গ পিচে টাইগারদের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি সাবেক অধিনায়ক ।
‘আমি খুব খুশি তাসকিন যেভাবে বল করেছে। আর এবাদাতও। আমি মনে করি জোরে বল করেছে। এফোর্ট দিয়েছে। এই গরমে এত সহজ ছিল না। তাসকিনতো প্রায় ৩০ ওভার বল করেছে। গ্রেট এফোর্ট।’
প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে দুটি সেঞ্চুরি ও চারটি ফিফটি আসে টাইগারদের ব্যাট থেকে। তামিম-শান্তদের ব্যাটিং মুগ্ধ করেছে সুজনকে।
‘যেভাবে ছেলেরা ব্যাট করেছে তাতে আমি খুব খুশি। তামিমের দুইটা ইনিংসই আউটস্ট্যান্ডিং। শান্ত যেভাবে নিজেকে মেলে ধরেছে, যেভাবে ব্যাট করেছে প্রথম ইনিংসে তা নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট।
‘মুমিনুলকে নিয়ে কথা ছিল দেশের মাটিতে ছাড়া রান করতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি ও দারুণ ব্যাট করেছে। মুশফিক, লিটন দুজনেও ভালো সাপোর্ট দিয়েছে দলকে।’
২৮ এপ্রিল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। এই টেস্টে অন্তত ফ্ল্যাট উইকেট হবে না বলে বিশ্বাস সুজনের।
‘আমাদের জন্য অন্যরকম কিছু অপেক্ষা করছে। সেটা এখনই বলা যাবে না উইকেট না দেখে। কালকে মাঠে যাব আশা করি। সিমিং উইকেট হতে পারে। কতটুকু সিমিং হবে আমরা জানি না। হয়তো স্পিন উইকেট হতে পারে। কিন্তু অবশ্যই ফ্ল্যাট উইকেট হবে না বলে মনে করি।’