বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অক্সিজেন কিনতে ভারতকে ৫০ হাজার ডলার কামিন্সের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ এপ্রিল, ২০২১ ১৭:১০

করোনা আক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার এ ফাস্ট বোলার ভারতের প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে ৫০ হাজার ডলার (প্রায় ৪২ লাখ টাকা) অনুদান দিয়েছেন।

ভারতে করোনাভাইরাস মহামারিতে প্রতিদিনই হচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। রোববার দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ নতুন করোনা রোগী শনাক্ত করা হয়। মারা যান প্রায় দুই হাজার ৮০০ জন। বিপর্যয়ের সময়ে রোগীদের জন্য অক্সিজেনের তীব্র সংকটে ভুগছে দেশটি।এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার এ ফাস্ট বোলার ভারতের প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে ৫০ হাজার ডলার (প্রায় ৪২ লাখ টাকা) অনুদান দিয়েছেন।আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার কামিন্স এ মুহূর্তে আইপিএল খেলতে ভারতে আছেন। নিজের টুইটার হ্যান্ডেলে এক আনুষ্ঠানিক বার্তায় কামিন্স তার অনুদানের বিষয়টি নিশ্চিত করেন।“খেলোয়াড় হিসেবে আমাদের জন্য সুবিধাজনক একটি মঞ্চ রয়েছে, যা ব্যবহার করে আমরা লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারি ও তাদের উন্নয়নের জন্য কাজ করতে পারি। সেই চিন্তা থেকে ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন কেনার জন্য আমি প্রধানমন্ত্রীর ‘পিএম কেয়ার ফান্ড’-এ অনুদান দিয়েছি। আইপিএলে থাকা সতীর্থ ও বিশ্বে যারা ভারতের মহানুভবতায় মুগ্ধ তাদের প্রতি আমার অনুরোধ অনুদান দেয়ার। আমি শুরু করেছি ৫০ হাজার ডলার দান করে।”অস্ট্রেলিয়ার এ বোলারকে গতবার আইপিএল নিলামে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে (প্রায় ১৭ কোটি টাকা) কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।এবারের মৌসুমে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছেন কামিন্স। আর ৩৫ আইপিএল ম্যাচে তার শিকার ৩৩ উইকেট। কলকাতা নাইট রাইডার্স ছাড়াও তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসে।অনুদানের পর কামিন্সের আশা স্বল্প হলেও কারও উপকারে আসবে তার দেয়া অর্থ।‘এত মানুষ এই মুহূর্তে কষ্ট করছেন দেখে আমার খারাপ লাগছে। আমি জানি আমার এই অনুদানের পরিমাণ খুব বেশি নয়। কিন্তু আশা করি এটা কারও পরিস্থিতি বদলাতে সাহায্য করবে।’ভারতে করোনা বিপর্যয়ের সময় অনেকেই বলছেন আইপিএল স্থগিত করে দেয়া উচিত। তাদের সঙ্গে একমত নন কামিন্স।

তার মতে, কিছুটা সময়ের জন্য হলেও করোনার আতঙ্ক থেকে সবাইকে দূরে রাখতে সাহায্য করছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।‘অনেকে বলছেন এমন কঠিন সময়ে যখন সংক্রমণ হার বাড়ছে, তখন আইপিএল চালিয়ে যাওয়া যুক্তিসঙ্গত নয়। তবে আমাকে জানানো হয়েছে যে, ভারত সরকারের মতে লকডাউনে থাকা জনগণকে এই দুঃসহ সময়ে আইপিএল কয়েক ঘণ্টার জন্য আনন্দ ও মুক্তি দেয়।’

এ বিভাগের আরো খবর