বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় টেস্টে লঙ্কা দলে চামিকা ও সান্দাকান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ এপ্রিল, ২০২১ ১৬:৩৭

কুমারা বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে বল করলেও, দ্বিতীয় ইনিংসে চোটের কারণে মাঠে নামেননি। আর ২০ বছর বয়সী বাঁ-হাতি পেইসার মাধুশানাকা ম্যাচ শুরুর আগে অনুশীলনের চোট পান।

বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেলেতে প্রথম টেস্ট চলার সময়ই আহত হয়ে মাঠের বাইরে চলে যান পেইসার লাহিরু কুমারা। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায় শুধু কুমারাই নন, দিলশান মাধুশানাকাও আহত হয়ে স্কোয়াডের বাইরে চলে গেছেন। ফলে, শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাচ্ছে না দুই পেইসারের একজনকেও।কুমারা বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে বল করলেও, দ্বিতীয় ইনিংসে চোটের কারণে মাঠে নামেননি। আর ২০ বছর বয়সী বাঁ-হাতি পেইসার মাধুশানাকা ম্যাচ শুরুর আগে অনুশীলনের চোট পান। দুইজনই সোমবার সকালে টিম হোটেলের বায়ো বাবল ছেড়ে যান।এই দুইজনের জায়গায় পেইসার চামিকা করুনারত্নে ও স্পিনার লাকশান সান্দাকানকে দলে অন্তর্ভুক্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। দুইজনের কোভিড টেস্টে নেগেটিভ এসেছে। তারা মঙ্গলবার বায়ো বাবলে প্রবেশ করবেন।২৪ বছর বয়সী চামিকা শ্রীলঙ্কার হয়ে একটি মাত্র টেস্ট খেলেছেন। ২০১৯ সালে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টে একটি মাত্র উইকেট পান তিনি।আর ২৯ বছর বয়সী স্পিনার সান্দাকান ১১ টেস্ট খেলেন লঙ্কানদের হয়ে। ২০১৬ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৩৭ টেস্ট উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ৯৫ রানে পাঁচ উইকেট।দুই দলের মধ্যেকার প্রথম টেস্ট ড্র হয়। পাল্লেকেলেতে পাঁচদিন যাবৎ রাজত্ব ছিল ব্যাটসম্যানদের। দুই দল মিলে করেছে প্রায় ১৩০০ রান।বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২৯ এপ্রিল। প্রথম টেস্টের ভেন্যু পাল্লেকেলেতেই হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

এ বিভাগের আরো খবর