বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইপিএল থেকে বিরতি নিলেন আশউইন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ এপ্রিল, ২০২১ ১০:৫৬

অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশউইন টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছেন নিজেকে। কোভিড মহামারির সময় পরিবারের পাশে থাকতেই এমন সিদ্ধান্ত ভারতীয় এই স্পিনারের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পরই দুসংবাদ পেল দিল্লি ক্যাপিটালস। তাদের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশউইন টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছেন নিজেকে।কোভিড মহামারির সময় পরিবারের পাশে থাকতেই এমন সিদ্ধান্ত ভারতীয় এই স্পিনারের।দলের হয়ে চেন্নাইয়ে টানা ম্যাচ খেলেছেন আশউইন। তবে, কোভিডের সময় চেন্নাই ছেড়ে যেতে চাচ্ছেন না তিনি। দিল্লি এর পরের ম্যাচগুলো খেলবে আহমেদাবাদে। আশউইনের বাড়ি চেন্নাইয়ে। তার পরিবারও থাকে সেখানেই।ভারতে রোববার প্রায় সাড়ে তিন লাখ লোক করোনা পজিটিভ হন। আর করোনায় শুধু রোববার মারা গেছেন ২,৮১২ জন।এক টুইটে আশউইন নিজেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘আমি কাল (সোমবার) থেকে আইপিএল খেলা থেকে বিরতি নিচ্ছি। আমার পরিবার এই কঠিন সময়ে কোভিডের সঙ্গে লড়ছে। আমি তাদের পাশে থাকতে চাই। পরিস্থিতি সঠিক দিকে পরিচালিত হলে আবারও ফেরার আশা রাখি। দিল্লি ক্যাপিটালসকে ধন্যবাদ।’

৩৪ বছর বয়স্ক আশউইন কোভিড সচেতনতায় পাল্টে ফেলেছেন নিজের টুইটার হ্যান্ডলের আইডিও। নিজের নামের বদলে সেখানে লেখা, ‘স্টে হোম, স্টে সেইফ! টেইক ইওর ভ্যাকসিন’।আইপিএল ক্যারিয়ার বেশ সমৃদ্ধ এই অফ স্পিনারের। ১৫৯ ম্যাচ খেলে ১৩৯টি উইকেট নিয়েছেন আশউইন। ব্যাট হাতে করেছেন ৪১৯ রান। ভারতের হয়ে ৭৮ টেস্টে ৪০৯ উইকেট নিয়েছেন তিনি।চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন আশউইন।

এ বিভাগের আরো খবর