বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৯৯ লজ্জা ভুলে সিরিজ পাকিস্তানের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ এপ্রিল, ২০২১ ১৮:৫৫

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২৪ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারী দল। পাকিস্তানের করা তিন উইকেটে ১৬৫ রানের জবাবে সাত উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯৯ রানে অলআউট হয় পাকিস্তান। সে আকস্মিক হার মেনে নিতে পারেননি ভক্ত-সমর্থক, সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা। তীব্র সমালোচনা ও শ্লেষের মুখে পড়তে হয় বাবর আজমের দলকে।সেই ম্যাচের হতাশা কাটিয়ে অবশেষে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২৪ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারী দল। পাকিস্তানের করা তিন উইকেটে ১৬৫ রানের জবাবে সাত উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল।হারারতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাবর। ব্যাট করতে নেমে দ্রুত গতিতে শুরু করেন মোহাম্মদ রিজওয়ান ও শারজিল খান। পঞ্চম ওভারে আউট হন শারজিল। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ১৮।এরপর পাকিস্তানের পুরো ইনিংস জুড়েই ছিল রিজওয়ান ও বাবরের ব্যাটিং। ষষ্ঠ ওভারে ব্যাট করতে নামা বাবর আউট হন বিশতম ওভারের তৃতীয় বলে।নিজের ১৮তম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৫২ রানে আউট হন বাবর। আর রিজওয়ান ওপেন করতে নেমে অপরাজিত থাকেন।তার ব্যাট থেকে আসে ৬০ বলে ৯১। রিজওয়ানের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও পাঁচটি চার। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি।দ্বিতীয় উইকেটে এই দুইজন ১২৬ রান যোগ করেন। শেষ ওভারে বাবর আউট হওয়ার পর এক বল খেলেন ফখর জামান। শূন্য রানে আউট হন তিনি। পাকিস্তান শেষ পর্যন্ত সংগ্রহ করে ১৬৫।জিম্বাবুয়ের হয়ে লুক জংওয়ে ৩৭ রানে তিন উইকেট নেন।জবাব দিতে নেমে পয়ার প্লের মধ্যেই জিম্বাবুয়ে ওপেনার তারিসাই মুসাকান্দার উইকেট হারায়। পঞ্চম ওভারের শেষ বলে তাকে ১০ রানে ফেরান হাসান আলি। দলের রান তখন ৩৭।এরপর ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাশে মারুমানি জুটি গড়ে দলকে শতরানের মাইলফলক পার করা্ন। দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৫ রান।মারুমানিকে ৩৫ রাবে বোল্ড করেন মোহাম্মদ হাসনাইন। অন্যপ্রান্তে মাধেভেরে তুলে নেন তার দ্বিতীয় ফিফটি। ৫৯ রানে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান হাসান আলি।হাসান এরপর ফেরত পাঠান রেগিস চাকাভা ও শন উইলিয়ামসকে। দুইজনের ব্যাট থেকে আসে যথাক্রমে শূন্য ও নয়।দলের হয়ে একা লড়াই করার চেষ্টা করেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। তার ব্যাট থেকে আসে ২০ রান। হারিস রাউফের বলে বিশতম ওভারের পঞ্চম বলে আউট হন তিনি।ততক্ষণে জিম্বাবুয়ে ছিটকে গেছে ম্যাচ থেকে। নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৪১ রান সংগ্রহ করে স্বাগতিক দল।পাকিস্তানের হয়ে ১৮ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হাসান আলি। আর ২-১ ব্যবধানের সিরিজ জয়ে সিরিজের সেরা খেলোয়াড় হন মোহাম্মদ রিজওয়ান।

এ বিভাগের আরো খবর