তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের করা ৯ উইকেটে ১১৮ রানের ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় সফরকারী দল। ১৯ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় জিম্বাবুয়ে।হারারেতে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে ভাল করতে পারেনি জিম্বাবুয়ে। নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস চোটের কারণে অনুপস্থিত থাকায় দলকে নেতৃত্ব দেন ব্রেন্ডন টেইলর।অভিজ্ঞ টেইলর বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তার ওপেনিং পার্টনার তিনাশে কামুনহুকামওয়েকে। পঞ্চম ওভারে পাঁচ রান করে ফাহিম আশরাফের বলে আউট হন তিনি।পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে ইনিংস বড় করতে পারেননি কোনো স্বাগতিক ব্যাটসম্যানই। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকে সফরকারী দল।সর্বোচ্চ ৩৪ রান আসে কামুনহুকামওয়ের ব্যাট থেকে। ৩৪ রান করে ১৩ তম ওভারে দানিশ আজিজের বলে আউট হন এই ওপেনার।তাদিওয়ানাশে মারুমানি করেন ১৩। অভিষিক্ত আরশাদ ইকবাল বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।জিম্বাবুয়ের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ করেন রেজিস চাকাভা। ১৪ বলে ১৮ রান করে হারিস রাউফের বলে এলবিডাব্লিউ হন এই উইকেটকিপার ব্যাটসম্যান।১৬ রান করেন ওয়েসলি মাধেভেরে আর তারিশাই মুসাকান্দা করেন ১৩। অলআউট না হলেও নির্ধারিত ওভারে নয় উইকেটে ১১৮ রান এর বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন ও দানিশ আজিজ। এছাড়া, আশরাফ, ইকবাল, রাউফ ও উসমান কাদির একটি করে উইকেট পান।ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ও মোহাম্মদ হাফিজ ইনিংস বড় করার আগেই বিদায় নেন।রিজওয়ানকে ১৩ রানে ফেরান লুক জংওয়ে। জামানের ব্যাট থেকে আসে দুই আর হাফিজ করেন পাঁচ। দুই জনের উইকেটই তুলে নেন রায়ান বার্ল।একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন অধিনায়ক বাবর আজম। তার বিদায়ের পরই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৪৫ বল খেলে ৪১ রান করে জংওয়ের বলে আউট হন বাবর।
সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি সফরকারী দল। একের পর এক উইকেট তুলে নিতে থাকে জিম্বাবুয়ে। রান আউট হন ২২ রান করা আজিজ।শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার পড়ে ২০ রানের। কোন রান তারা করতে পারেনি। হারাতে হয় তিন উইকেট।প্রথম বলে রান আউট হয়ে খাতা খোলার আগেই ফেরেন উসমান কাদির। এরপরের দুইবল ডট দেয়ার পর চতুর্থ বলে হারিস রাউফকে ছয় রানে ফেরান জংওয়ে।
পঞ্চম বলে আরশাদ ইকবালে শূন্য রানে আউট করে পাকিস্তানকে ১০০ এর নীচে গুটিয়ে দেন এই পেইসার। মাত্র ২১ রানে শেষ সাত উইকেট হারায় পাকিস্তান।
১৮ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জংওয়ে। একই ভেন্যুতে ২৪ এপ্রিল হবে সিরিজের তৃতীয় ও নির্ধারনী ম্যাচ।