ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের চতুর্থ ম্যাচেও হেরেছে রাজস্থান রয়্যালস। এ নিয়ে তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পৌঁছেছে মুস্তাফিজদের দল। আর টানা চার ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
এর আগে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় রাজস্থান। তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের হারের স্বাদ পায় মুস্তাফিজদের দল।
বৃহস্পতিবার টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠায় আরসিবি।
ক্রিজে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে রাজস্থান। ব্যাট হাতে ২১ রান করেন অধিনায়ক সাঞ্জু স্যামসন, ৪৬ রান করেন শিভাম দুবে, ২৫ রান করেন রিয়ান পরাগ ও ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন রাহুল তেওয়াতিয়া।
বল হাতে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও হার্শাল প্যাটেল।
লক্ষ্যে নেমে দুই ওপেনিং ব্যাটসম্যান ভিরাট কোহলি ও দেবদূত পাডিক্কালের বীরত্বে তিন ওভার তিন বল বাকী থাকতে লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন পাডিক্কাল। ৫২ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলেন দেবদূত। আর কোহলি ৪৭ বলে করেন ৭২ রান।
২৪ এপ্রিল নিজেদের পঞ্চম ম্যাচে জয়ে ফিরতে রাজস্থান খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।