মুমিনুল হকের টেস্ট অভিষেক ২০১৩ সালে। তার পরের আট বছরে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির সংখ্যায় দুই অঙ্কে পৌঁছান এ বাঁহাতি ব্যাটসম্যান। সেই ১০ সেঞ্চুরির সবগুলোই ছিল বাংলাদেশের মাটিতে।
দেশের মাটির সঙ্গে দেশের বাইরে মুমিনুলের গড়ের পার্থক্যটাও চোখে পড়ার মতো। ঘরের মাটিতে তার গড় যেখানে ৫৬, দেশের বাইরে সেখানে মাত্র ২৫।
বিদেশের মাটিতে ১৮তম টেস্টে এসে সেঞ্চুরি পেলেন মুমিনুল। পাল্লেকেলেতে সেঞ্চুরি করতে মুমিনুল খরচ করেন ২২৪ বল; ছিল ৯টি চার।
ধনঞ্জয় ডি সিলভাকে কাট করে চার মেরে নিজের শতক তুলে নেন মুমিনুল।
এই সেঞ্চুরি করার পথে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২১৩ রানের জুটি গড়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। অন্য প্রান্তে শান্ত নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে নিয়ে গেছেন ১৫০ রানে। খেলছেন ১৫১ রান নিয়ে।