সাকিব আল হাসানকে বসিয়ে চলতি আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে সুনিল নারিনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ব্যাটে-বলে সেভাবে জ্বলে উঠতে পারেননি এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। এমন অবস্থায় চেন্নাইয়ের কাছে হেরেছে কলকাতা।
চলতি আসরে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছে কলকাতা। আর প্রথম ম্যাচে হারের স্বাদ পাওয়া চেন্নাই তুলে নিয়েছে টানা তিন জয়।
মুম্বাইয়ে ওয়াংখেরে স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা।
ক্রিজে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করে চেন্নাই। ওপেনিং জুটিই উপহার দেয় ১১৫ রান। রুতুরাজ গাইকওয়াড়ের ৪২ বলে ৬৪ আর ফাফ ডু প্লেসির অপরাজিত ৬০ বলে ৯৫ রানের তাণ্ডবের সঙ্গে যোগ হয়ে মঈন আলীর ১২ বলে ঝড়ো ২৫। শেষ দিকে অধিনায়ক মহেন্দ্র ধোনির ৮ বলে ১৭ রানের জোগানে ২২০ রানের পাহাড় গড়ে চেন্নাই।
জবাব দিতে নেমে ৩১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতা। তিন বলে চার রান করে সাজঘরে ফেরেন নারিন। এমন ভরাডুবি থেকে দলকে পথ দেখান দিনেশ কার্তিক, আন্ড্রে রাসেল ও প্যাট কামিন্স। কার্তিক ২৪ বলে ৪০ রান করে ক্রিজ ছাড়েন। ২২ বলে ৫৪ রানের ঝড় তুলে সাজঘরে ফেরেন রাসেল।
শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ ধরে রাখেন প্যাট কামিন্স। ২০ রান যখন প্রয়োজন প্রথম বলেই দুই রান নিতে গিয়ে রানআউট হন কৃষ্ণা। তাতেই অলআউট হলে নিভে যায় কলকাতার আশা। ১৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই।
টানা তিন হারের স্বাদ পাওয়া কলকাতা দ্বিতীয় জয়ের জন্য মাঠে নামবে ২৪ এপ্রিল। প্রতিপক্ষ মুস্তাফিজদের দল রাজস্থান রয়্যালস।