দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পৌঁছায় ১২ এপ্রিল। এরপর তিন দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করেছিল কাতুনায়েকে।
এবার সেখান থেকে ম্যাচ ভেন্যু ক্যান্ডিতে পৌঁছেছে টাইগাররা। সেখানকার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের দুটি টেস্ট।
সোমবার দুপুরে সেখানে পৌঁছায় বাংলাদেশ দল। এক দিন অনুশীলনের পর প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ গিয়েছে ২১ জনের প্রাথমিক দল নিয়ে। নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর মূল দল ঘোষণার কথা থাকলে এখন সেটি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছানোর পর তিন দিন কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। এরপর তারা অনুশীলন শুরু করে ১৫ এপ্রিল। নিজেদের মধ্যে লাল ও সবুজ দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ তারা খেলে ১৭ ও ১৮ এপ্রিল।