এনজিওপ্লাস্টি করানো হয়েছে মুত্তাইয়া মুরালিধরনের। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে রোববার রাতে এনজিওপ্লাস্টির পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন এই স্পিন কিংবদন্তি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরবাদের বোলিং কোচ হিসেবে কাজ করছেন মুরালি। সে কারণে চেন্নাইয়ে ছিলেন তিনি।
আইপিএলের জন্য দেশ ছাড়ার আগে লঙ্কান ডাক্তাররা মুরালিকে পরামর্শ দেন হার্টের এনজিওপ্লাস্টি আপাতত দরকার নেই। নিয়মমাফিক মেডিক্যাল চেকাপের জন্য রোববার অ্যাপোলো হাসপাতালে যান আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক। সেখানে পরীক্ষা করার পর তাকে জানানো এনজিওপ্লাস্টি প্রয়োজন। স্টেন্টিং করাতে হবে।
রোববারই তার এনজিওপ্লাস্টি প্রক্রিয়া সম্পন্ন হয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সানরাইজার্স হায়দরাবাদ জানিয়েছে সম্পূর্ণ সুস্থ আছেন ৪৯ বছর বয়সী মুরালিধরন।
‘চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। তিনি পুরোপুরিভাবে সুস্থ আছেন। কয়েকদিনের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন’, এক বিবৃতিতে জানান সানরাইজার্সের প্রধান নির্বাহী শানমুগানাথন।
শনিবার মুরালির দল সানরাইজার্স চেন্নাইয়ে মুখোমুখি হয় মুম্বাই ইনডিয়ানসের।
১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন মুত্তাইয়া মুরালিধরন। শ্রীলঙ্কার হয়ে ১৩৩ টেস্ট খেলে নেন ৮০০ উইকেট। আর ৩৫০ ওয়ানডেতে নেন ৫৩৪ উইকেট। দুটি এখনও সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড।
এছাড়া আইপিএলে মুরালি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপারকিংসের হয়ে। ২০১৫ সাল থেকে যুক্ত আছেন সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে বোলিং কোচ হিসেবে।