প্রথম ম্যাচে জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরু করা কলকাতা নাইট রাইডার্স পরের দুই ম্যাচে টানা হারের স্বাদ পেয়েছে।
রোববার নিজেদের তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কাছে ৩৮ রানে হেরেছে কলকাতা।
বল হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। দুই ওভারে দিয়েছেন ২৪ রান। আর ব্যাট হাতে ২৫ বলে ২৬ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে পাঁচ রানে বিদায় নেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি। নয় রানের মাথায় রজত পাতিদারকে হারিয়ে বিপদে পড়ে যায় দল। সেখান থেকে দলকে রানের পাহাড় গড়তে সাহায্য করেন দুই অভিজ্ঞ ফরেন রিক্রুট গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্স।
ম্যাক্সওয়েলের ৪৯ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস ও ভিলিয়ার্সের ৩৪ বলে ৭৬ রানের তাণ্ডবে চার উইকেট হারিয়ে আরসিবি সংগ্রহ করে ২০৪ রান।
বড় টার্গেট তাড়া করতে নেমে বড় কোনো ইনিংস উপহার দিতে পারেনি কলকাতার ব্যাটসম্যানরা। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ওইন মরগানের দল।৭৪ রানের মধ্যে নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাথি ও দিনেশ কার্তিককে হারিয়ে লক্ষ্যচ্যুত হতে থাকে কলকাতা। এই অবস্থা থেকে মরগান কিছুটা টানার চেষ্টা করলেও ২৯ রানে তার বিদায়ের পর রানের ধারা আরও কমে যায়।
ব্যাট হাতে তখনও ক্রিজে টিকে সাকিব। মরগানের পর ব্যাটিংয়ে আসেন আন্ড্রে রাসেল। ২০ বলে রাসেলের বিদায় আর ২৬ রানে সাকিবের বিদায়ের পর জয়ের শেষ অবলম্বনটুকুও হারিয়ে যায় কলকাতার।
৩৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই হারে সাতে নেমে গেছে কলকাতা। টানা তিন ম্যাচ জিতে শীর্ষে বেঙ্গালুরু। নিজেদের চতুর্থ ম্যাচটি কলকাতা খেলবে ২১ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।