শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র অনুশীলন ম্যাচে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে ম্যাচে অংশ নেন তামিম-মুশফিক-মিরাজরা। কলম্বো পৌঁছানোর পর বৃহস্পতিবার অনুশীলন শুরু করে টাইগাররা। দুইদিনের অনুশীলন ম্যাচ শুরু হয় শনিবার।ম্যাচের প্রথম দিন তামিম, সাইফ, শান্ত ও মুশফিকের ফিফটিতে ছয় উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ লাল দল। দ্বিতীয় দিন বাংলাদেশ সবুজ দলকে ব্যাট করার আমন্ত্রণ জানায় তারা।দ্বিতীয় দিন বল হাতে জ্বলে ওঠেন লাল দলের বোলাররা। বিশেষ করে স্পিনার মেহেদী হাসান মিরাজ। ৪১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।বাংলাদেশ সবুজ দল ৭১ ওভারে ২২৫ রানে অল আউট হয়। তাদের গুটিয়ে যাওয়ার সঙ্গেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা ও ম্যাচ।দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন লিটন দাস। এরপরই অবসর নেন তিনি। অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৪৭। মোহাম্মদ মিঠুন করেন ২৮ আর শরিফুল ইসলাম অপরাজিত থাকেন ২০ রানে।মিরাজ ছাড়াও লাল দলের হয়ে উইকেট পেয়েছেন দলের সিনিয়র স্পিনার তাইজুল ইসলাম আর পেইসার আবু জায়েদ রাহি।ম্যাচে লাল দলের অধিনায়ক তামিম ইকবাল, তার দলে খেলেছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও দলের সাপোর্ট স্টাফের একজন সদস্য।সবুজ দলের অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ছিলেন সাদমান ইসলাম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পর আরও দুই দিন অনুশীলন করবে টাইগাররা। ২১ এপ্রিল পাল্লেকেলেতে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট।
দ্বিতীয় দিনে বল হাতে সফল বাংলাদেশ লাল দল
বাংলাদেশ সবুজ দল ৭১ ওভারে ২২৫ রানে অল আউট হয়। তাদের গুটিয়ে যাওয়ার সঙ্গেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন লিটন দাস।
-
ট্যাগ:
- বাংলাদেশ ক্রিকেট
এ বিভাগের আরো খবর/p>