করোনাভাইরাস পরিস্থিতিতে কোনো নেট বোলার কিংবা প্রস্তুতি ম্যাচের দল দেবে না শ্রীলঙ্কা- এমন শর্ত মাথায় নিয়েই দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা পৌছায় ১২ এপ্রিল।
সেখানে প্রাথমিকভাবে কোয়ারেন্টিনের পর বৃহস্পতিবার অনুশীলন শুরু করে তারা। শনিবার নিজেদের মধ্যে লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলেন তামিম-মুশফিকরা।
লাল দলের অধিনায়ক তামিম ইকবাল, তার দলে খেলছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও দলের সাপোর্ট স্টাফের একজন সদস্য।
সবুজ দলে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে আছেন সাদমান ইসলাম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
প্রথম দিন পুরোটাই গেছে ব্যাটিংয়ে থাকা লাল দলের পক্ষে। দিনের খেলাশেষে ৬ উইকেটে তারা করেছে ৩১৪। ৬ উইকেটের পাঁচটিতেই অবসর নিয়েছেন ব্যাটসম্যান। সবুজ দল তাই নিতে পেরেছে মাত্র এক উইকেট।
লাল দলের হয়ে ফিফটি তুলে নেন তামিম, সাইফ, শান্ত ও মুশফিক। চার জন করেন যথাক্রমে ৬৩, ৫২, ৫৩ ও ৬৬। একটুর জন্য ফিফটি পাননি সোহান। তিনি করেন ৪৮। মিরাজের ব্যাট থেকে আসে অপরাজিত ২৪। একমাত্র ব্যাটার হিসেবে আউট হওয়া তাইজুল করেন ২।
সবুজ দলের একমাত্র উইকেটটি শিকার করেন শুভাগত, তাইজুলকে উইকেটের পেছনে লিটনের ক্যাচ বানিয়ে।
দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পর আরও দুই দিন অনুশীলন করবে টাইগাররা। ২১ এপ্রিল পাল্লেকেলেতে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট।