বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রস্তুতি ম্যাচের পর টেস্টের জন্য অনুশীলন: প্রধান নির্বাচক

  •    
  • ১৭ এপ্রিল, ২০২১ ১৭:১১

শ্রীলঙ্কা আগেই জানিয়েছিল, দেওয়া হবে না কোনো নেট বোলার, প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যেই। সেই দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ দল শুরু করল শনিবার।

দুই টেস্টের সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় বাংলাদেশ দল। সেখানে টাইগারদের দলে খেলোয়াড় ২১ জন।

শ্রীলঙ্কা আগেই জানিয়েছিল, দেওয়া হবে না কোনো নেট বোলার, প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যেই। সেই দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ দল শুরু করল শনিবার।

সেখানে লাল দলের অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবাল ও সবুজ দলের অধিনায়ক হিসেবে আছেন মুমিনুল হক।

প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত পুরোটাই গেছে লাল দলের দখলে। প্রথমে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২০৪ রান তুলেছে তারা। তামিম ৬৩ ও সাইফ হাসান ৫২ রানে অবসর নিলে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত অপরাজিত আছেন ৫৩ রানে, মুশফিক ২৯ রানে।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন চলাকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, এই প্রস্তুতি ম্যাচ দিয়েই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছে দল। এই ম্যাচের পর শুরু হবে সিরিজের জন্য প্রস্তুতি।

‘খেলোয়াড়েরা দুই দিন অনুশীলনের পরই এই প্র্যাকটিস ম্যাচটা পেয়েছে, এটা আমাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে। বিশেষ করে আবহাওয়া, কন্ডিশন সবকিছুর সাথে মানিয়ে নেয়ার জন্য। এখানে যে রকম আর্দ্রতা তার সঙ্গে পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য খেলোয়াড়দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সঙ্গে। যথেষ্ট ভালো প্র্যাকটিস হয়েছে। এরপর আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারব’, বলেন বিসিবির প্রধান নির্বাচক।

তিনি আরও জানান, কঠিন উইকেটে দারুণ ব্যাটিং করেছে ক্রিকেটাররা।

‘উইকেটের যে কন্ডিশন ছিল প্রথম ঘণ্টায় ব্যাটিং করা কঠিন ছিল। ওপেনার তামিম, সাইফ এরা দুর্দান্ত ব্যাটিং করেছে। শান্ত, মুশফিক দারুণ ব্যাটিং করেছে। বোলাররাও পুরো চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো কিছু ফিডব্যাক পেয়েছি।’

রোববার প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পর আরও দুই দিন অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা। পাল্লেকেলেতে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২১ এপ্রিল।

এ বিভাগের আরো খবর