দুই টেস্টের সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় বাংলাদেশ দল। গত ১২ এপ্রিল শ্রীলঙ্কার মাটিতে পা রাখে টাইগাররা।
তিন দিনের কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার নিজেদের মধ্যে অনুশীলন শুরু করে সফরকারী দল। শুক্রবার ছিল অনুশীলনের দ্বিতীয় দিন।
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ বাংলাদেশ খেলে ২০১৭ সালে। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের শততম টেস্ট। সেই ম্যাচটি জিতে নেয় টাইগাররা। সিরিজে ফেরায় সমতা।
সেই শততম টেস্টের জয়সূচক রান এসেছিল মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি টেস্ট সিরিজের আগে মিরাজের বিশ্বাস, ভালো কিছুই করতে পারবেন তারা।
‘আমরা এর আগে শ্রীলঙ্কাতে যত বারই খেলেছি, খুব ভালো ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফিতে অল্পের জন্য জিততে পারিনি। তারপরে শ্রীলঙ্কা সিরিজে আমরা যখন ওয়ানডে সিরিজ খেলেছি, ওরা একটা জিতেছে, আমরা একটা জিতেছি। টেস্টেও ১-১ ছিল। গত ৩-৪ বছরে ওদের মাটিতে ওদের থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে নেই। আমাদের যদি একই কমিটমেন্ট থাকে ও একই ইনটেনসিটি রাখতে পারি তাহলে ভালো কিছু করতে পারব’, বলেন এই অলরাউন্ডার।
সেই শততম টেস্টের স্মৃতি রোমন্থন করে মিরাজ জানান, সেই টেস্ট জয়ের জন্য মরিয়া ছিল সকলে। যে কোনো মূল্যে সেই টেস্টে জয় খুঁজছিল টাইগাররা।
‘দলের সবাই ভালো ক্রিকেট খেলতে ও যেভাবেই হোক ম্যাচটা জিততে প্রস্তুত ছিল। টিম মিটিংয়ে সবাই বলছিল কিছু একটা করতে হবে। নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। যখন খেলা শুরু হয়েছিল, প্রত্যেকের মধ্যে ওই মনোভাব ছিল। শরীরী ভাষাই এরকম ছিল যে জিততেই হবে। শেষ পর্যন্ত আমরা যখন জিতে যাই ও সবাই যখন ভালো ক্রিকেট খেলে তখন খুব আনন্দ হয় সবার। আমি খুব আনন্দ পেয়েছিলাম ওই ম্যাচটা জেতার পর’, বলেন মিরাজ।
সেই টেস্টে সেঞ্চুরি করা সাকিব আল হাসানকে অবশ্য এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। সেই টেস্টে অভিষেক হওয়া মোসাদ্দেক হোসেনও নেই চোটের কারণে। নেই পেসার মুস্তাফিজুর রহমানও।