বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিবের নিষেধাজ্ঞা: হিথ স্ট্রিকই হোতা?

  •    
  • ১৪ এপ্রিল, ২০২১ ২১:৪৬

বুধবার আইসিসি জানায়, ফিক্সিংয়ের জন্য সাবেক বাংলাদেশ বোলিং কোচ হিথ স্ট্রিককে আট বছরের জন্য সব ধরণের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে তারা।

২০১৯ সালের ২৮ অক্টোবর হুট করে বিরাট এক ঝড়ের সামনে পড়ে বাংলাদেশের ক্রিকেট। দীপক আগারওয়াল নামে এক জুয়াড়ির সঙ্গে যোগাযোগের ঘটনা লুকানোয় বাংলাদেশের তৎকালীন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাকিবের পূর্ণাঙ্গে রায় থেকে জানা যায়, ২০১৭ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়ে সাকিবের পরিচিত একজনের থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বর জোগাড় করেন আগারওয়াল। সেই অজ্ঞাত ব্যক্তির থেকে আরও কিছু খেলোয়াড়ের নম্বর জোগাড় করেন এই ভারতীয় জুয়াড়ি।

সাকিবের কাছে থেকে বাংলাদেশ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তথ্য চান আগারওয়াল। এই আলাপের কথা আইসিসিকে না জানানোতেই শাস্তি হয় সাকিবের।

বুধবার আইসিসি জানায়, ফিক্সিংয়ের জন্য সাবেক বাংলাদেশ বোলিং কোচ হিথ স্ট্রিককে আট বছরের জন্য সব ধরণের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে তারা।

স্ট্রিকের পূর্ণাঙ্গ রায় থেকে জানা যায়, ২০১৭ সালের বিপিএলের আগে এক অজ্ঞাতনামা জুয়াড়ি এই জিম্বাবুইয়ান কোচের কাছে বিপিএলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নম্বর চান। তিন জন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগের উপায় বাতলে দেন স্ট্রিক। তাদের মধ্যে একজন ছিলেন জাতীয় দলের অধিনায়ক। সেই তিন খেলোয়াড়ের মধ্যে দুজনকে স্ট্রিক প্ররোচনা দেন অজ্ঞাতনামা সে জুয়াড়ির সঙ্গে কাজ করতে।

পূর্ণাঙ্গ রায় থেকে আরও জানা যায় ২০১৮ সালের শুরুতে বাংলাদেশে হওয়া বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের সময় জিম্বাবুয়ের দলের সঙ্গে যুক্ত থাকা স্ট্রিক সেই জুয়াড়িকে গোপন তথ্য দেন ও তার বিনিময়ে ৩৫ হাজার ডলার সমমূল্যের বিটকয়েন পান।

সেই ত্রিদেশীয় সিরিজের সময় আগারওয়াল সাকিবের কাছে জানতে চেয়েছিলেন, কোনো কাজ হবে কি না।

দুইয়ে দুইয়ে চার মেলালে কয়েকটি প্রশ্নই সামনে আসে। কোন অধিনায়ককে সেই জুয়াড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেন স্ট্রিক? তবে কি আগারওয়ালই সেই জুয়াড়ি? তবে কি সাকিবের নম্বর আগারওয়াল পেয়েছিলেন স্ট্রিকের কাছে থেকেই?

ঘটনাগুলো যে সময়ে ঘটেছিল, সে সবের হিসেব মেলালে আপাতদৃষ্টিতে মনে হয়, স্ট্রিকের সঙ্গে যে জুয়াড়ির পরিচয় ছিল, তিনি দীপক আগারওয়াল। কেননা স্ট্রিকের রায়ে পাওয়া যায় কিছু দিন আগেই সেই অজ্ঞাতনামা জুয়াড়িকে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ) জিজ্ঞাসাবাদ করলে তিনি তার সঙ্গে স্ট্রিক যে যোগাযোগ করেছিলেন এসিইউয়ের জিজ্ঞাসাবাদে আসার আগে, সেটি নিশ্চিত করেন।

২০২০ সালের ২৯ এপ্রিল দুই বছরের জন্য দীপক আগারওয়ালকে নিষিদ্ধ করে আইসিসি। হিসেব মেলানোর ব্যাপার আসলে, আগারওয়াল ও স্ট্রিকের জবানবন্দি মিলে অনেকটা উত্তর দাঁড়িয়ে যায়। আগারওয়ালই স্ট্রিকের রায়ের সেই অজ্ঞাতনামা জুয়াড়ি। সাকিবের রায়ে উল্লেখিত যে অজ্ঞাতনামা ব্যক্তি আগারওয়ালকে তার নম্বর দিয়েছিলেন, তিনি হিথ স্ট্রিক।হিথ স্ট্রিকের রায়ে থাকা সেই অজ্ঞাতনামা জুয়াড়ি দীপক আগারওয়ালই কি না, সে বিষয়ে আইসিসিকে প্রশ্ন করেছিল নিউজবাংলা। জবাবে তারা জানায়, 'এই তথ্যটি প্রদান করা সম্ভব নয়। যদি সম্ভব হতো, তাহলে রায়ের পূর্ণাঙ্গ কপিতেই নাম থাকতো।'

আপাতত স্ট্রিকই সাকিবকে জুয়াড়ির সঙ্গে পরিচয় করে দেওয়া ব্যক্তি কি না, সেটি নিশ্চিত নয়। কিন্তু সব যুক্তি আঙুল তুলছে সেদিকেই। যুক্তি বলছে, যদি সেই ব্যক্তি স্ট্রিক না হয়ে থাকেন, তাহলে অদ্ভুত সব কাকতালীয় ব্যাপারে সে সময় ভরে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। তাই একই সময়ে একই জায়গায় ঘটা ঘটনায় দুজনের সম্পর্ক ছিল না বিন্দুমাত্র!

আর যদি থেকে থাকে, সেই সম্পর্ক সূত্রের নাম দীপক আগারওয়াল।

এ বিভাগের আরো খবর