সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি শতক ও একটি ৯৪ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। তাতেই র্যাংকিংয়ে দারুণ এক উন্নতি হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের।
ভারত অধিনায়ক ভিরাট কোহলিকে টপকে গিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বাবর। কোহলি নেমে গেছেন দুই নম্বরে।
বাবরের বর্তমান রেটিং পয়েন্ট ৮৬৫। দ্বিতীয় স্থানে থাকা কোহলির ৮৫৭, তৃতীয় স্থানে থাকা রোহিত শর্মার ৮২৫।
এছাড়া সেরা দশে ঢুকে পড়েছেন বাবরের সতীর্থ ফখর জামানও। সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরমেন্স করে ১২ নম্বর থেকে তিনি চলে এসেছেন ৭ নম্বরে।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। তিনি আছেন ১৮ নম্বরে। যথাক্রমে ২৩ ও ২৬ নম্বরে আছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজের। কাগিসো রাবাদাকে টপকে ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছেন এই অফ স্পিনার।
অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪০৮। দ্বিতীয় স্থানে আছেন বেন স্টোকস, তার রেটিং পয়েন্ট ২৯৫।