সিরিজ শেষ হতে এখনও এক ম্যাচ বাকী। মঙ্গলবার সিলেটের মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ-সাউথ আফ্রিকার ইমার্জিং দলের ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচটি।তার আগেই দেশে লকডাউনের প্রজ্ঞাপন জারি হওয়ায় বিপাকে পড়ে যায় সিরিজের শিডিউল।
আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার আগেই তাই বিশেষ ব্যবস্থায় পাঠানো হচ্ছে সাউথ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দলকে।
১৪ এপ্রিল থেকে দেশে লকডাউনের কারণে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হতে চলেছে। শেষ ম্যাচ বাতিল করে তার আগেই মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে সফরকারীদের বিশেষ ফ্লাইটে দলকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বিসিবির অফিসিয়াল তৌহিদ মাহমুদ বলেন, ‘শেষ ম্যাচ বাতিল করার কারণ হলো যাতে লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার আগেই তাদের পৌঁছে দেয়া যায়। বিশেষ ফ্লাইট ব্যবস্থায় তাদের পাঠানো হবে।’
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে সবগুলো ম্যাচ হেরেছিল সাউথ আফ্রিকা।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে আরও ৭ হাজার ২০১ জনের শরীরে।