শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে পয়েন্ট জিতলে বা হারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে, ভারত, পাকিস্তানও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে মনোবল হারিয়ে একটি পয়েন্টের আশায় লঙ্কান সফরে উড়াল দিয়েছে মামুনুল-তামিমরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার পরে বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড বিমানে করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল।
ইতোমধ্যে নিরাপদে কলম্বোয় পৌঁছে গেছে বাংলাদেশ দল। পৌঁছেই কোয়ারেন্টাইনে যাওয়ার আগে ক্রিকেটারসহ পুরো বহর কভিড-১৯ এর নমুনা দিয়েছে। এরপরেই নেগম্বোতে তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব পালন করবেন মামুনুলরা।
দুই টেস্টের জন্য ২১ জনের স্কোয়াডসহ প্রাথমিক দলের সঙ্গে কোচ, সাপোর্ট স্টাফ ও বিসিবি কর্মকর্তা মিলিয়ে প্রায় ৪০ জনের বেশি সদস্যের বহর নিয়ে সফরে গেছে বাংলাদেশ।
করোনার ভাইরাসের মহামারির মধ্যে এ যাবত দুটি বিদেশ সফর বাংলাদেশের। দেশের বাইরে নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ থাকলেও কোনো টেস্ট ছিল না। করোনা বিরতির পর দেশের বাইরে এটাই টাইগারদের প্রথম সাদা পোশাকের লড়াই হতে যাচ্ছে।
শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইন সময় কাটিয়ে ১৫ ও ১৬ এপ্রিল অনুশীলন করবে জাতীয় ক্রিকেটাররা। এরপর ১৭ থেকে ১৮ এপ্রিল নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
পরে ১৯ ও ২০ এপ্রিল থাকছে দুই দিন অনুশীলনের সুযোগ। অনুশীলন শেষে ২১ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুটি টেস্টই হবে পাল্লেকেলেতে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।
২১ সদস্যের প্রাথমিক দলমুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মাদ মিঠুন, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহিদুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান।