সাকিব আল হাসানের মতো ঢাল নেই, মোস্তাফিজুর রহমানের মতো তলোয়াড় নেই। তাদের ছাড়াই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে আগামীকাল সোমবার রাজধানী ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কানদের পিচে টাইগারদের যে কঠিন পরীক্ষার চ্যালেঞ্জ নিতে হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
তরুণ-অভিজ্ঞ মিশেলে ২১ সদস্যের বড় বহর নিয়ে এই চ্যালেঞ্জটার জন্য কতটুকু প্রস্তুত জাতীয় দল, বোলিং-ব্যাটিং, কৌশল, আর সবমিলে প্রস্তুতি কেমন হয়েছে তাই জানিয়েছেন টেস্ট দলের অধিনায়ক মামুনুল হক।
রবিবার হোম অব ক্রিকেট মিরপুরে গণমাধ্যমের কাছে খোলামেলা আলোচনায় প্রস্তুতির অনেক কথাই জানিয়েছেন তিনি। পুরো কথকপথনের কিছু অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য।
প্রশ্ন: সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের ফেভারে না... বিদেশ এবং সাকিব-মোস্তাফিজ না থাকা, দল এবং প্রস্তুতি হিসেবে কোন কোন জায়গায় কাজ করেছেন?
এটা নির্ভর করবে আপনি কেমন ফলাফল করছেন। ফলাফল যদি ভালো হয় তাহলে আমি বলতে পারব। আপনি যেটা বলেছেন যে সাকিব ভাই নেই, আমার হয়তো এমনও সিরিজ হতে পারে যেখানে ২-৩ জন সিনিয়র ক্রিকেটার থাকবে না। এর মধ্যে যারা খেলবে তাদের জন্য আমি বারবারই কথাটা বলে আসছি, তাদের জন্য ভালো একটা সুযোগ। তাই এই সময়ে যারা খেলবে এটা তো তাদের জন্য ভালো সুযোগ। আমাদের মনে হয় এভাবেই প্রস্তুতি নেয়াটা উত্তম।
প্রশ্ন: সবমিলে প্রস্তুতি কেমন হয়েছে?
আমি বলব না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে। একটু আগেই যেটা বললাম যে যারা লাল বলে খেলেছে তাদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে, যারা ৪ দিনের ম্যাচ খেলেছে। আমি ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছি। সাদা বলে যারা খেলেছে তারা কিন্তু অনেক দিন ধরে খেলছে আর তারা জানে কিভাবে কি করতে হবে। আর মাঝেমধ্যে মানসিকভাবেও বিষয়গুলো মানিয়ে নিতে হয়। আর তারা হয়তো এটা জানে কিভাবে মানিয়ে নিতে হবে। এটাই মাঝে মাঝে করতে হবে।
প্রশ্ন: জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?
আপনার কাছে যদি মনে হয় জয় যদি দূরের ব্যাপার হয়, আমি যদি বলি আমার জন্য, আমি যদি ওইভাবে ফুল অ্যাফোর্ট দিয়ে খেলতে পারি। দেখেন ফলাফল পেছনে গিয়ে হয়েছে, ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। বর্তমান দিনে আমরা যে পাঁচ দিন টেস্ট খেলব, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে। যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেয়া কঠিন, কিভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্র’ও হতে পারে আবার ম্যাচ জিততেও পারি।
প্রশ্ন: প্রতিপক্ষ শ্রীলঙ্কার ব্যাপারে প্রস্তুতি কেমন...
আপনারা সব সময়ই জানেন শ্রীলঙ্কা কিন্তু দেশের মাটিতে খুবই ভালো দল। জিনিসটা আমাদের জন্য সহজ হবে না অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে বের হতে ওই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আর এই চ্যালেঞ্জটা পার করে টেস্ট দলের একটা ভালো রেজাল্ট করতে হবে।
প্রশ্ন: বাংলাদেশের স্কোয়াডে অনেক নতুন মুখ। সম্প্রতি তরুণদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। তরুণরা কি প্রস্তুত...
দেখেন আপনি যখন একজন জুনিয়র নিয়ে খেলবেন সে সব সময়ই আশা করবে একটা ভালো কিছু করার জন্য। দেশের জন্য অবদান রাখার জন্য। ওই অবদানটা রাখার জন্যই সে খেলে। আমার কাছে মনে হয় সে সময় তাকে সমর্থন দেয়া উচিত। আমার কাছে মনে হয় তরুণরা পুরোপুরি রেডি কিন্তু মাঝে মধ্যে ফেইল করে। সে সময় ওদের সমর্থন দেয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: বোলারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি...
এখন যদি প্রশ্নটা আপনাকে ছুঁড়ে দেই... আপনার কী মনে হবে? আসলে নিউজিল্যান্ডে কী হয়েছে না হয়েছে কে বাজে ফিল্ডিং করেছে কে ভালো করেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। দেখেন ওইটা চলে গিয়েছে। আমরা ওইখান থেকে শিক্ষা নিতে পারি। আপনি বোলারদের যে কথাটা বললেন, আপনি যদি সর্বশেষ ৪-৫টা সিরিজ দেখেন আমার কাছে মনে হয় আপনিও আমার সঙ্গে একমত হবেন। পেস বোলাররা খুবই ভালো করছে এমনকি স্পিনাররাও। ওই হিসেবে চিন্তা করলে আমি বোলারদের নিয়ে খুব হ্যাপি (খুশি)।
প্রশ্ন: উইকেট রক্ষক কিভাবে গুরুত্ব পাবে, উইকেট রক্ষক নাকি ভালো ব্যাটিং করে...
টেস্ট ম্যাচে সব সময়ই ভালো উইকেটরক্ষকটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে এইটা মনে হয়, এটাকেই গুরুত্ব দিব বেশি।
প্রশ্ন: মূল একাদশে নুরুল হাসান সোহান এবং শান্তর জায়গা করে নেয়ার সুযোগ কতটুকু।
দেখেন আপাতত ইলেভেন নিয়ে কী করব না করব এটা নিয়ে বলা আমার জন্য একটু কঠিন। আজকে ১১ তারিখ এখনও ১০দিন বাকি আছে। আর আমি তো দেশে খেলব না বিদেশে খেলব। ওইখানকার উইকেট, কন্ডিশন সব কিছু বুঝেই বা প্রতিপক্ষের শক্তি বুঝেই হয়তো ম্যাচের আগের দিন সিদ্ধান্ত নেয়া হবে আর একাদশ এখন বলাটা খুব কঠিন।
প্রশ্ন: ২১ সদস্যের দল এবং মূল স্কোয়াড...
দেখেন ওরা কিন্তু আমাদের কোন নেট বোলার দিবে না। এই সাহায্যটা পাব না। যদি আমরা বাড়তি ক্রিকেটার নিয়ে যাই তাহলে সেখানে গিয়ে সাহায্য পাব। আপনি যেটা বললেন, হয়তো সিদ্ধান্ত হবে ১৬ জন দিবে কিনা ১৭জন দিবে।
প্রশ্ন: একাদশ সাজানো কঠিন কি না?
এই জায়গায় যে খারাপ খেলবে তাকে হয়তো একটু সুযোগ দিয়ে দেখা যাবে। এক্সপিরিমেন্ট না, এই জায়গায় এমন কিছু ট্যুর নেই যে বা বিদেশে আপনি এটা করতে পারবেন না। এখন যেহেতু খেলছি আমাদের একটা ফলাফল দরকার, আমরা অন্তত ৫-৬টা টেস্ট ম্যাচে ফেইল করেছি। আমাদের একটু ফলাফল দরকার তা না হলে আপনি এক্সপিরিমেন্ট করতে পারবেন না।
প্রশ্ন: আপনার ফলাফল দরকার, রেজাল্ট না হলে তো চাপ অধিনায়কের ওপর...
চাপ বলতে এই যে, এতগুলো মানুষ আছে, এতোজন লোক আছে... পুরা দেশ আছে, আপনি আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করছেন, আপনার এততুক চাপ তো থাকবেই, এতটুকু চাপ তো আপানকে নিতে হবেই, যখন ফলাফল হবে না। আমার সাধ্যের মধ্যে বা আমি যদি মনে করি যে অনেক বেশি চাপ তাহলে কিন্তু আসলেই আমার ওপর চাপ হয়ে যায় আমি যে জিনিসটা হজম করে নিয়েছি যে আমি দলের অধিনায়ক, আমার হয়তো এতটুকু চাপ নিতে হবে। এতটুকু চাপ নেয়ার ক্ষমতা আছে আমার। প্রশ্ন: এখন কি চাপটা বেশি?
আপনাকে একটু আগেই বললাম, যে চাপটা আপনি কিভাবে নিবেন। আপনি যদি মনে করেন অনেক বেশি তাহলে আসলেই বেশি। আর আপনি যদি মনে করেন মিডিয়াম প্রেশার এটা নিতে হবে, এটা নিলে আপনি উপরে উঠবেন, আমার কাছে এটা ইতিবাচক চাপ মনে হয়। নেগেটিভ না পজিটিভ।
প্রশ্ন: সিরিজের রেজাল্ট কেমন হবে বলে মনে করেন?
আমার কাছে মনে হয় খুব ভালো ক্রিকেট হবে এবং চ্যালেঞ্জিং হবে। আমাদের পেস বোলিংটা ভালো, ওদেরটাও ভালো। এই জায়গায় ব্যাটিং তো অনেকেই করে না।
প্রশ্ন: পেস বোলাররাই কি ফলাফল এনে দিবে?
এটা একটু আগে বললাম আমি, যে এইখানে ব্যাটিংটা অনেক গুরুত্বপূর্ণ। খালি বোলিং নয়। লাস্ট ২-৩ সিরিজে ব্যাটিংটা তেমন আশানুরূপ হয়নি। যেটা আমাদের এক্সপেকটেশন ছিল। আমার কাছে ব্যাটিংটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: এই পরিস্থিতির মধ্যেও অনেকগুলো পেস বোলার নেয়া হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কী?
দেখেন আপনি যেটা বলেছি ৫-৬ টা বোলার নিয়েছি চট্টগ্রাম টেস্টে। আপনি ঘুরে ফিরে সেখানে চলে যাচ্ছেন। আপনি যদি পরিসংখ্যান দেখেন চট্টগ্রামে যারা পেসার খেলিয়েছে শেষ পর্যন্ত তারা কিন্তু খুব বেশি উইকেট পায়নি। ওই অনুযায়ী হয়তো খেলানো হয়। উইকেটের কন্ডিশন বুঝে আমি ২-৩-৪টা খেলাব।
প্রশ্ন: শ্রীলংকায় কি পেসার নিয়ে যাচ্ছি অনেক?
পেস বোলাররা তো অলটাইম ব্যাক... এটা একটা প্রসেসে রাখা, ভবিষ্যতে আপনি দেখতে পারবেন এটা আমার পরিকল্পনা, যেটা আমি চিন্তা করি, ভবিষ্যতে আমি, শর্ট টাইম প্রস্তুতি নিচ্ছি না, দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিই তাহলে আমার ৬-৭টা পেস বোলার লাগবে...