ফেব্রুয়ারিতে শুরু হয়ে করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার ক্রিকেটে লিগের (পিএসএল) আসর ফের মাঠে গড়াবে আগামী জুনের প্রথম দিন।
ইতোমধ্যে বাকী খেলাগুলোর শিডিউল প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রবিবার পিসিবির ৬২ তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় পিসিএলের ষষ্ঠ আসরটি। করোনা মহামাহারি তা স্থগিত হয়ে যায় ৪ মার্চ। খেলোয়াড় ও সংশ্লিষ্ট সাত জন করোনায় আক্রান্তের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয়া হয়।
ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে শেষ পর্যন্ত শিডিউল চূড়ান্ত করতে পেরেছে পিসিবি।
জুনের প্রথম দিন থেকেই শুরু হবে পিসিএলের অসমাপ্ত আসর। ১ জুন কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে পুনরায় পর্দা উঠবে এই টুর্নামেন্টের। পর্দা নামবে ২০ জুন। মাঝে ৫ ও ১২ জুন দুটি ম্যাচ হবে দিনে। বাকী ম্যাচগুলো হবে ফ্লাডলাইটের আলোয়।
১৬, ১৭ ও ১৮ জুন টানা তিন দিন চলবে কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ। ২০ জুন ফাইনাল।
পিএসএলের ৩৪ ম্যাচের মধ্যে ১৪টি শেষ হয়েছে মাত্র।