বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিব-মুস্তাফিজের তো ১০-১২টা হাত নাই: মুমিনুল

  •    
  • ১১ এপ্রিল, ২০২১ ১৫:৩২

সম্প্রতি পারফরম্যান্স খারাপ হওয়ার পেছনে দলগত ব্যর্থতার কথা বললেন মুমিনুল, ‘আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।’

দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এখন আইপিএল খেলতে ভারতে। তাদের ছাড়াই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি দলের পারফরম্যান্স আর সাকিব-মুস্তাফিজহীন টাইগারদের লঙ্কান চ্যালেঞ্জটা মোটেও যে স্বস্তিতে রাখবে না তা বলার অপেক্ষা রাখে না।

এমন পরিস্থিতিতে লঙ্কা যাওয়ার আগের দিন দলের সার্বিক প্রস্তুতির কথা জানালেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

সাকিব-মুস্তাফিজ ছাড়া পূর্ণ শক্তির দল না পাওয়া দলকে ভোগাবে কী না এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘না আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনো প্রভাব পড়ে।’

সম্প্রতি লাল-সবুজদের পারফরম্যান্স খারাপ হওয়ার পেছনে দলগত ব্যর্থতার কথা বললেন মুমিনুল, ‘আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।’

সম্প্রতি সিরিজের আগে দলের অবস্থা জানতে চাইলে ‘সেরা প্রস্তুতি’ নেয়া হয়েছে বলে আশাবাদের সঙ্গে নিজেদের প্রত্যাশার কথা বলতে শোনা যায় অধিনায়কদের। তবে, প্রত্যাশার খুব কম প্রতিফলনই দেখা যাচ্ছে টাইগারদের পারফরম্যান্সে। এবারও কি ‘শাক দিয়ে মাছ ঢাকার’ মানসিকতা নিয়ে যাবে বাংলাদেশ?

এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘মন থেকে যদি বলেন, এখনকার যে পরিস্থিতি। বিগত এক-দেড় বছরের যে পরিস্থিতি... আপনারা ভালোই জানেন আমার চেয়ে। করোনাকালে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি নিতে পারবেন না। কিন্ত যেভাবে দরকার ওইভাবে আমার মনে হয় আমরা নিতে পারছি।

‘বিশেষ করে যারা ওয়ানডে খেলে ওদের জন্য একটু কঠিন, কিন্তু যারা শুধু টেস্ট খেলে ওরা দুইটা ৪ দিনের ম্যাচ খেলেছে, লাল বলে অনুশীলন করেছে। যারা প্রতিনিয়ত খেলে ওদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।’

শ্রীলঙ্কা সফরে দেশ ছাড়ার আগের দিন রোববার হোম অফ ক্রিকেট মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

২১ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুটি টেস্টই হবে পাল্লেকেলেতে।

২১ সদস্যের প্রাথমিক দলমুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মাদ মিঠুন, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহিদুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান।

এ বিভাগের আরো খবর