বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকার দ্বিতীয় ডোজ নিলেন ক্রিকেটাররা, নেননি মুশফিক-মাহমুদুল্লাহ-লিটন

  •    
  • ১০ এপ্রিল, ২০২১ ১৪:৫৩

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শনিবার টিকা নেন জাতীয় দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ২৯ জন। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. মনজুর হোসেন চৌধুরি।

নিউজিল্যান্ড সফরের আগে ১৮ ও ২০ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধক টিকার ডোজ নেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ১২ এপ্রিল। তার আগে শনিবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বাংলাদেশ দলের সংশ্লিষ্টরা।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শনিবার টিকা নেন জাতীয় দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ২৯ জন। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. মনজুর হোসেন চৌধুরি।

‘সর্বমোট ২৯ জন নিয়েছে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্য মিলিয়ে আজকে টিকা নিয়েছেন। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের অনেকেই আজকে দ্বিতীয় ডোজ নেননি। আশা করছি তারা আগামীকাল নিয়ে নেবেন,’ বলেন ডা. মনজুর।

তিনি জানান, এই ২৯ জনের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন।

মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস নিউজিল্যান্ড সফরের আগে টিকার প্রথম ডোজ নেননি। ডা. মনজুর জানান, তারা টিকা নেননি এবারও।

‘মুশফিক, মাহমুদুল্লাহ ও লিটন টিকা নেননি’, জানান বিসিবির এ চিকিৎসক।

শ্রীলঙ্কায় ১২ এপ্রিল পৌছে কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। সেখানে তাদের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ এপ্রিল।

এ বিভাগের আরো খবর