দুই টেস্টের সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগেই শনিবার তাদেরকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।
শুক্রবার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ১৮ ও ২০ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ক্রিকেটাররা। সঙ্গে টিকা নিয়েছিলেন টিম বয় ও ম্যানেজমেন্টের সদস্যরাও।
‘যারা নিউজিল্যান্ড যাওয়ার আগে প্রথম ডোজ নিয়েছিলেন তারা সবাই আশা করি কালকে নিয়ে নেবে,’ বলেন ডা. দেবাশীষ।
দ্বিতীয় ডোজ অবশ্য আপাতত নেয়া হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। নিউজিল্যান্ড সফরের আগে প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে থাকায় আপাতত টিকার দ্বিতীয় ডোজ নেয়া হচ্ছে না কাটার মাস্টারের।
ডা. দেবাশীষ জানান, মুস্তাফিজ টিকা নেবেন আইপিএল শেষ করে এসে। তিনি বলেন, ‘ও (মুস্তাফিজ) আইপিএল শেষ করে এসে তারপর নেবে। তিন মাস সময় আছে, এর মধ্যে দ্বিতীয় ডোজ নিলেই হবে।’
নিউজিল্যান্ড সফরের আগে টিকা নেননি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদসহ আরও কয়েকজন ক্রিকেটার। বিসিবির প্রধান চিকিৎসক জানালেন, শ্রীলঙ্কা সফরের আগে তারাও চাইলে নিতে পারবেন প্রথম ডোজ। তিনি বলেন, ‘হ্যাঁ, যারা প্রথম ডোজ নেয়নি তারা চাইলে নিতে পারবে।’
ডা. দেবাশীষ জানান, নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগেই টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন ক্রিকেটাররা। কারণ হিসেবে তিনি বলেন, যথেষ্ট টিকা না থাকার যে বিষয়টি সামনে এসেছে, তা নিয়ে ঝুঁকি না নিতে আগেই টিকা নিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা।
‘এক সপ্তাহ আগে নেয়া হচ্ছে। সরকারি নির্দেশনা হচ্ছে এক থেকে তিন মাসের মধ্যে নেয়া। আসলে টিকার অবস্থা বুঝতে পারছি না। আমরা হয়ত এখন দিলাম না, এসে দিলাম। তখন যদি দেখা যায় যে টিকা নেই, তখন কী হবে? তাই এখন আমরা আগে নিয়ে নেয়াই ভালো মনে করছি’-বলেন বিসিবির প্রধান চিকিৎসক।
এছাড়াও সাউথ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে চলমান সিরিজ শেষে বাংলাদেশ নারী ক্রিকেট দলও টিকার দ্বিতীয় ডোজ নেবে বলে জানান তিনি।
১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছে কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। পাল্লেকেলেতে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২১ এপ্রিল।