এপ্রিলের শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশি কোম্পানি ওয়ালটন।
সোমবার সিরিজের স্বত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। ওয়ালটনের মিডিয়া অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আইটিডব্লিউ কনসাল্টিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান মোহাম্মদ শারিক।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। জৈব নিরাপত্তা বলয়ের ভেতর দুটি টেস্টই হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২১ এপ্রিল। তবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ছাড়বে ১২ এপ্রিল।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিমসহ বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটার।