বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গী দারাজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ এপ্রিল, ২০২১ ১৭:৪৯

দারাজের সঙ্গে বিসিবির এই চুক্তি কার্যকর হলো বুধবার (৭ এপ্রিল) থেকে। চলবে ২০২৩ সালের ২৩ নভেম্বর পর্যন্ত।

নতুন পৃষ্ঠপোষক দারাজের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলকে পৃষ্ঠপোষকতা করবে দেশের এই জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান।

দারাজের সঙ্গে বিসিবির এই চুক্তি কার্যকর হয়েছে বুধবার (৭ এপ্রিল) থেকে। চলবে ২০২৩ সালের ২৩ নভেম্বর পর্যন্ত।

বুধবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি চুক্তির বিষয়টি নিশ্চিত করে।বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘অতি অল্প সময়ের মধ্যেই দারাজ বাংলাদেশের অন্যতম নেতৃস্থানীয় ব্যবসায়িক অনলাইন সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে দারাজ যেভাবে মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আন্তর্জাতিক সুনামসমৃদ্ধ এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশিদারিত্ব গড়তে পেরে বিসিবি সত্যিই উদ্বেলিত।’

দারাজের ব্যবস্থাপনা পরিচালক এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য অভূতপূর্ব এক মুহূর্ত যে আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারছি। জাতীয় দলের পৃষ্ঠপোষক হতে পেরে আমরা দেশের মানুষের গৌরবের অংশ হতে পেরেছি বলেও মনে করছি।’

২০১৯ সালের বিশ্বকাপের পর কোনো স্থায়ী পৃষ্ঠপোষক ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সিরিজ বাই সিরিজ নতুন পৃষ্ঠপোষকের সঙ্গে চুক্তিতে গেছে বিসিবি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বেক্সিমকো পরে নিউজিল্যান্ড সিরিজে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে চুক্তি করেছিল দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাটি।

এ বিভাগের আরো খবর