জুন-জুলাইয়ে নারী বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতিটা ভালোভাবে শুরু করল বাংলাদেশ নারী এমার্জিং দল। লকডাউনের আগের দিন সিলেটে সাউথ আফ্রিকাকে হারিয়েছে জাতীয় দলের ক্রিকেটারে ভরপুর ইয়াং টাইগ্রেসরা।
প্রোটিয়াদের তারা হারিয়েছে ৫৪ রানে।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সাউথ আফ্রিকা। ২২ গজে নেমে নয় উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল।
দুই ওপেনার মুর্শিদা খাতুনের ৩৬ আর শার্মিন সুলতানার ৩৪ দলকে দারুণ শুরু দেয়। ফারজানা হক ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ভিত্তি করে দেন। জ্যান উইনস্টার নেন তিনটি উইকেট। বাংলাদেশ দল গিয়ে থামে ১৯৫ রানে।
টার্গেট পৌঁছাতেই যেন হিমশিম খেতে হয় সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের।
আন্দ্রে স্টেইনের ৪১ রানের ঢাল ছাড়া কেউই আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি সালমা-জাহানারাদের সামনে। ৪৪ ওভার পাঁচবলে ১৪১ রানে গুটিয়ে যায় তারা। বল হাতে দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট তুলে নেন সালমা খাতুন, জাহানারা, রুমানা ও সানজিদার জোড়া উইকেট আঘাতে ৫৪ রান বাকী থাকতেই ঢলে পড়ে সিনারা জাপ্টার দল।
ম্যাচ সেরা হয়েছেন ৭২ রানের অনবদ্য ইনিংস উপহার দেয়া ফারজানা হক।এ জয়ে পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ৮ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল।