নিউজিল্যান্ডে প্রায় দেড় মাসের সফরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
রোববার সকাল সাড়ে এগারোটা নাগাদ সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দেশে ফেরে তারা। তবে দলের সঙ্গে ছিলেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও তরুণ পেইসার হাসান মাহমুদ। ওয়ানডের সিরিজের পরই দেশে ফিরে আসেন তারা।
দলের সঙ্গেই ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগ দেবেন এই পেইসার।
নিউজিল্যান্ডে এবারও জয় পাওয়া হয়নি বাংলাদেশের। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ৩-০ ব্যবধানে হেরেছে তারা। দ্বিতীয় ওয়ানডে ছাড়া আর কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি বাংলাদেশ।
দেশে ফিরে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ সাংবাদিকদের জানান, নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে আরেকটু সময় প্রয়োজন ছিল। দেড়-দুই মাস সেখানে থাকলে ফিল্ডিংয়ে উন্নতি হতো।
‘প্রস্তুতি ভালো ছিল। কিন্তু আমাদের আরেকটু সময় দরকার ছিল ওদের কন্ডিশনের জন্য। দেড়-দুই মাস থাকলে আমাদেরও ফিল্ডিংয়ে উন্নতি হতো। কারণ, ওখানের আকাশ অনেক পরিষ্কার। আর ওখানের আবহাওয়া পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগত। হয়তোবা আমরা যদি ১৫ দিন বা আরেকটু ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো।’
এই সিরিজের মধ্য দিয়ে অভিষেক হওয়া নাসুম আরও জানান, তাদের পরিকল্পনা ছিল ম্যাচ জেতার কিন্তু পারেননি।
তিনি বলেন, ‘আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা ম্যাচ জিতব। কিন্তু হয়নি। তারপরও আমরা চেষ্টা করেছি। আমাদের দ্বারা হয়নি। আমরা পারতাম, আমাদের দ্বারা হয়নি।’
দেশে খুব বেশি দিন থাকা হবে না খেলোয়াড়দের। শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলতে ১২ এপ্রিল রওনা দেয়ার কথা তাদের।