বাংলাদেশ নারী এমার্জিং দল ও সাউথ আফ্রিকা নারী এমার্জিং দলের মধ্যকার সিরিজ শুরু হচ্ছে ৪ এপ্রিল থেকে। এর মধ্যে লকডাউন শুরু হয়ে গেলে খেলা চলবে।
দেশে করোনাভাইরাসের প্রকোপ আবার বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে, লকডাউনের সিদ্ধান্ত আপাতত প্রভাব ফেলছে না এই সিরিজের ভাগ্যে। লকডাউনের মধ্যেও সিরিজটি চলবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, ‘খেলাগুলো যেহেতু জৈব নিরাপত্তা বলয় এবং দর্শকশূন্য মাঠে হচ্ছে, সেহেতু চলবে। এখন পর্যন্ত আমাদেরকে বন্ধ করার জন্য কিছু বলা হয়নি। সুতরাং আমরা আশা করছি সিরিজটি চলবে।’
৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সিরিজে আছে পাঁচটি ওয়ানডে ম্যাচ। সবগুলো খেলাই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
নামে এমার্জিং দল হলেও, বাংলাদেশ দলের অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলের। জুন-জুলাইয়ে নারী বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবেই এমার্জিং দলে জাতীয় দলের খেলোয়াড়দের রেখেছে বিসিবি।