অর্জনের আরও একটি চূড়ায় পৌঁছাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট মর্যাদা পেয়েছে তারা।
আইসিসি ক্রিকেট কমিটির এক বৈঠক শেষে বৃহস্পতিবার জানানো হয়, সকল পূর্ণ সদস্য নারী দলকে স্থায়ীভাবে টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস দেয়ার ব্যাপারে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। বলেন, ‘এটা আইসিসির সিদ্ধান্ত যারা তাদের পূর্ণাঙ্গ সদস্য, তাদের টেস্ট স্ট্যাটাস দেবে। তারা সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রক্রিয়া শেষ করতে যতটুকু সময় লাগে।’
নাদেল জানান, টেস্ট খেলার জন্য পরিকল্পনা আগেই শুরু করেছিলেন তারা। কিন্তু আটকে যায় করোনাভাইরাস প্রকোপের কারণে।
‘এটা অনেক বড় বিষয়। আমরা ইতোমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছিলাম টেস্ট খেলার জন্য। কিন্তু করোনার কারণে আটকে গেলাম। আমরা অবশ্যই করোনার পরে এটি আবার শুরু করব।’
আইসিসির এই সিদ্ধান্তের ভিত্তিতে টেস্ট স্ট্যাটাস পাওয়ার কথা আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলেরও। যদিও আফগানিস্তান নারী দল এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, অন্যদিকে জিম্বাবুয়ে নারী দল খেলেছে কেবল টি-টোয়েন্টি।
এখন পর্যন্ত নারী ক্রিকেটে টেস্ট পরিবারের সদস্য ১০ দেশ- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশও।
বাংলাদেশ পুরুষ দল টেস্ট স্টেটাস পায় ২০০০ সালে।