ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি শুক্রবার। এদিন আনন্দের উপলক্ষে এল দুঃসংবাদ।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মাথায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে শচীন জানান, চিকিৎসকদের পরামর্শে সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
‘প্রার্থনার জন্য আপনাদের ধন্যবাদ। সতর্কতা হিসেবে চিকিৎসকদের পরামর্শে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু দিনের মধ্যেই বাড়ি ফিরব আশা করছি। সবাই নিজেদের খেয়াল রাখুন ও সাবধানে থাকুন।’
ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের এক দশক পূর্তি উপলক্ষ্যে লিটল মাস্টার লিখেছেন, ‘সকল ভারতীয় এবং আমার সতীর্থদের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির শুভেচ্ছা।’