পুরো নিউজিল্যান্ড সিরিজেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ দল। একটি ওয়ানডেতে সামান্য প্রতিরোধ গড়ে তুলতে পারলেও, বাকি সব ম্যাচেই জুটেছে বড় ধরনের পরাজয়।
অকল্যান্ডে শেষ টি-টোয়েন্টিতে তো রীতিমত উড়েই গিয়েছে বাংলাদেশ দল। বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১০ ওভারের ম্যাচে বাংলাদেশ টিকতে পারে মাত্র ৫৭ বল, গুটিয়ে যায় ৭৬ রানে।
এই ম্যাচে চোটের কারণে অবশ্য ছিলেন না টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার বদলে অধিনায়কত্ব করেন লিটন দাস, যিনি শূন্য রানে আউট হন প্রথম বলেই।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, এই সিরিজটি ভুলে যেতে চাইবেন তারা।
‘অবশ্যই আমরা এই সিরিজটি ভুলতে চাইবো। কারণ আমরা এখানে এসেছিলাম কিছু অর্জন করতে কারণ আমরা এখানে আগে কখনও কিছু করতে পারিনি। কিন্তু আমরা মুখিয়ে ছিলাম এই সফরে প্রতিযোগিতার জন্য কিন্তু আমরা কিছু করতে পারিনি’, বলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
মাহমুদুল্লাহ যোগ করেন, এই ম্যাচ থেকে ইতিবাচক কিছুই নেওয়ার নেই। সঙ্গে বলেন, এই সফরে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ।
‘আপনি যখন ৭৬ রানে অল আউট হবেন, তখন সেখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে না। আমার মনে হয় আমরা সিরিজজুড়ে আমাদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা এখানে আগে এসেছি, নিজেদের প্রস্তুত করেছি, কুইন্সটাউনে ভালো একটি ক্যাম্প করেছি, ছেলেরা কঠোর পরিশ্রম করছিল, জিমে কাজ করছিল, কিন্তু আমরা মাঠে সেটি দেখাতে পারিনি। অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক। কিন্তু তারপরও আমাদের এই সিরিজ থেকে কিছু বের করতে হবে যা নিয়ে আমরা পরের সিরিজের জন্য কাজ করতে পারব’, বলেন তিনি।
নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে তারা খেলবে দুটি টেস্ট।