নিউজিল্যান্ডের অকল্যান্ডে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর হলো টস। জাতীয় দলের হয়ে প্রথমবার টস করতে নেমেই জিতেন লিটন দাস; সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের।
নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ চোটে পড়ায় এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করতে হচ্ছে লিটনকে। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সপ্তম অধিনায়ক তিনি।
চোটে পড়া মাহমুদুল্লাহর বদলে একাদশে এসেছেন মোসাদ্দেক হোসেন। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফুদ্দিন। একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেন।
একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ডও। হামিশ বেনেট ও ইশ সোধির বদলে একাদশে এসেছেন লকি ফার্গুসন ও টড অ্যাস্টল।
একাদশবাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে।