বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিয়মরক্ষার ম্যাচে জয় খুঁজছে বাংলাদেশ

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ১৭:৩২

শেষ ম্যাচে টাইগারদের লক্ষ্য, স্বান্ত্বনা হলেও সামান্য উদযাপনের উপলক্ষ্য নিয়ে দেশে ফেরা। অন্যদিকে স্বাগতিকদের চাওয়া থাকবে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও ৩-০ ব্যবধানে জিতে নেয়া।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে তৃতীয় ম্যাচটি তাই কেবলই নিয়মরক্ষার।

সেই ম্যাচে সোনার হরিণের মতো জয় খুঁজছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে ৩১ ম্যাচে জয় নেই, এই সিরিজের পাঁচ ম্যাচেও প্রাপ্তির খাতায় কেবল শূন্য পড়েছে।

তাই শেষ ম্যাচে টাইগারদের লক্ষ্য স্বান্ত্বনা হলেও জয়ের উদযাপন নিয়ে দেশে ফেরা। অন্যদিকে স্বাগতিকদের চাওয়া থাকবে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও ৩-০ ব্যবধানে জিতে নেয়া।

বাংলাদেশের মাথাব্যথা ব্যাটিং পুরো নিউজিল্যান্ড সফরেই বাংলাদেশ ভুগেছে তাদের ব্যাটিং নিয়ে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন, তৃতীয় ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ পেয়েছিলেন ফিফটি। বাকিদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

টি-টোয়েন্টি সিরিজেও একই হাল। প্রথম ম্যাচে ব্যাটিং ধসের পর আফিফ হোসেন করেছিলেন ৪৫। দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকার ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেললেও আর কেউ বলের সঙ্গে পাল্লা দিয়ে রান না তুলতে পারায় জয় পাওয়া হয়নি টাইগারদের।

তৃতীয় ম্যাচে জয়ের জন্য তাই ব্যাটিংয়ে ভাগ্য বদলাতে হবে বাংলাদেশের।

জয়ের আশা দেখছেন সৌম্য

দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম টি-টোয়েন্টির তুলনায় সামান্য উন্নতি হয়েছিল বাংলাদেশের। কিন্তু তবুও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই সমান ভালো করতে পারেনি টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নেয়া সৌম্যর মতে, তিন বিভাগে ভালো করতে পারলে জয় পাবে বাংলাদেশ।

‘অবশ্যই এখানে জেতা সম্ভব। কিন্তু আমরা যেভাবে খেলছি, হয়ত বোলাররা একদিন ভালো করছে, একদিন ব্যাটসম্যানরা। এখন আমাদের আর মাত্র একটা ম্যাচ বাকি আছে, নেক্সট ম্যাচে যদি আমরা যদি তিন বিভাগেই ভালো করতে পারি তাহলে জেতা সম্ভব। গত ম্যাচে একটা দুইটা ছোট ছোট ভুল ছিল, ওইগুলো যদি না করি তাহলে আমার কাছে মনে হয় আমরা ম্যাচ জিততে পারব’, বলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা আছে একটিই। দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হওয়া মোহাম্মদ মিঠুনের বদলে একাদশে আসতে পারেন মোসাদ্দেক হোসেন।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাইম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন/মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

তৃতীয় ম্যাচে একাদশে সামান্য পরিবর্তন আনতে পারে নিউজিল্যান্ড। হামিশ বেনেটের জায়গায় একাদশে ফিরতে পারেন লকি ফার্গুসন।

সম্ভাব্য নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন

পিচ ও কন্ডিশন

নেপিয়ারে দ্বিতীয় ম্যাচে বৃষ্টিগ বারবার বাগড়া দেওয়ার পর সেই সম্ভাবনা আছে অকল্যান্ডেও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা আছে দিনজুড়েই।

ইডেন পার্কের মাঠ বেশ ছোট, সঙ্গে পিচ বেশ ব্যাটিং সহায়ক। বৃষ্টির বাঁধা না থাকলে দেখা যেতে পারে রানবন্যা।

অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার দুপুর ১২টায়।

এ বিভাগের আরো খবর