৩১ মার্চ, ১৯৮৬। শ্রীলঙ্কার মোরাতুয়ায় জন প্লেয়ার গোল্ড লিফ ট্রফিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
কোনো একটা সাধারণ ম্যাচ মনে হলেও আদতে তা নয়। হবে কীভাবে? এটিই যে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে সেই ওয়ানডে দিয়েই শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যাত্রা। ২০২১ সালের ৩১ মার্চে এসে সে যাত্রার ৩৫ বছর পূর্তি হলো।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এ ছাড়াও দলে ছিলেন রকিবুল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, জাহাঙ্গীর শাহ বাদশারা।
ম্যাচে অবশ্য দারুণ কিছু করতে পারেনি বাংলাদেশ দল। টসে জিতে পাকিস্তান অধিনায়ক ইমরান খান সিদ্ধান্ত নিয়েছিলেন ফিল্ডিংয়ের।
ব্যাট করতে নেমে ওয়াসিম আকরাম ও আবদুল কাদিরের বোলিং তোপে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস আসে শহীদুর রহমানের ব্যাট থেকে।
ওয়াসিম তুলে নেন চার উইকেট। তিনটি উইকেট শিকার করেন লেগ স্পিনার কাদির।
জবাবে মুদাসসার নজরের অপরাজিত ৪৭ রানের ইনিংসে ভর করে সাত উইকেটের সহজ জয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন বাদশা; একটি উইকেট পান অধিনায়ক লিপু।
সেই ম্যাচের পর বাংলাদেশ সব মিলিয়ে ওয়ানডে খেলেছে ৩৮২টি। জিতেছে ১৩১টি; হেরেছে ২৪৪টিতে। সাতটিতে আসেনি কোনো ফল।