নেপিয়ারে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে অদ্ভুত এক নাটকের মঞ্চায়ন দেখেছে ক্রিকেট বিশ্ব।
নিউজিল্যান্ডের ইনিংসের ১৭.৫ ওভারের সময় নামে বৃষ্টি। তাতে মাঠ ছাড়তে হয় দুই দলকে। বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ে নামেনি নিউজিল্যান্ড। পরে বলা হয়, বাংলাদেশ ব্যাটিং করবে ১৬ ওভার। প্রাথমিকভাবে জানানো হয়, বাংলাদেশের লক্ষ্য ১৪৮।
সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১.২ ওভারে ১২ রান তুলেও ফেলেছিল বাংলাদেশ। সেই সময়ে ব্যস্ত দেখা যায় ম্যাচ রেফারি জেফ ক্রোকে। জানানো হয়, ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে (ডিএলএস) আগের হিসেবে ভুল ছিল, তাই লক্ষ্য বদলাবে!
খেলা প্রায় দশ মিনিট বন্ধ থাকার পর জানা গেল, বাংলাদেশের নতুন লক্ষ্য ১৭০। ম্যাচ শেষ হতে হতে দেখা গেলো, বাংলাদেশের লক্ষ্য ১৭১।
শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ করতে পেরেছে ১৪২, হেরেছে ২৮ রানে। তবে এমন অব্যবস্থাপনা নিয়ে নিজের হতাশা লুকাতে পারেনি বাংলাদেশ দল।
জেফ ক্রো যখন নতুন লক্ষ্য নির্ধারণে ব্যস্ত, তখন তার সঙ্গে উত্তেজিত আলাপ করতে দেখা যায় বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে।
তবে টুইটারে নিজের উষ্মা প্রকাশ করেন বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। বলেন, ব্যবস্থাপনা দেখে তার মনে হয়েছে, স্কুল ক্রিকেট হচ্ছে মাঠে।
‘মনে হচ্ছিল স্কুল ক্রিকেট হচ্ছে। বৃষ্টিতে বোলিং করতে হয়েছে, বেশ জোরালোভাবে বৃষ্টি হওয়ার পরে ভেজা মাঠে নেমে বল করতে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে ১৬ ওভারে ১৪৮ রান তাড়া করতে এবং পরে ইনিংসজুড়ে ছয়বার লক্ষ্য পরিবর্তন হয়েছে।’
বাংলাদেশ কোচ জানান, প্রতি ওভার শেষে ডিএলএস অনুযায়ী লক্ষ্য কত, সেটির কোনো তালিকাও দেয়া হয়নি। তাদের বারবার স্কোরবোর্ডে ভুল ডিএলএস স্কোর দেখানো হচ্ছিল।
এই বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।