বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৌম্য-ঝড়ের পরও ২৮ রানে হারল বাংলাদেশ

  •    
  • ৩০ মার্চ, ২০২১ ১৬:১২

রান তাড়ায় সৌম্য সরকারের ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসের পরও লাভ হয়নি বাংলাদেশের। নিজেদের ইনিংস টাইগাররা শেষ করে ১৪২ রানে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসে দুবার আঘাত হানলো বৃষ্টি। দ্বিতীয়বার যখন আসে বৃষ্টি, ১৭.৫ ওভারে নিউজিল্যান্ডের রান তখন পাঁচ উইকেটে ১৭৩।

বৃষ্টির জন্য আর ব্যাটিংয়েই নামা হলো না ব্ল্যাকক্যাপসদের। তাতে করে ডিএলএস মেথডে বাংলাদেশের সামনে ১৬ ওভারে লক্ষ্য দাঁড়ালো ১৭১।

সেই রান তাড়ায় সৌম্য সরকারের ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসের পরও লাভ হয়নি বাংলাদেশের। নিজেদের ইনিংস টাইগাররা শেষ করে ১৪২ রানে।

তাতে করে ২৮ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জিতে নিলো স্বাগতিকরা।

বাংলাদেশের ১৭১ রানের লক্ষ্য নিয়েও হলো কয়েক দফা নাটক। প্রথমে জানানো হলো, ১৬ ওভারে টাইগারদের চাই ১৪৮। সেই লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দেড় ওভার হয়ে যাওয়ার পর হুট করে বন্ধ করা হলো খেলা। কারণ হিসেবে ভুল ছিল!

প্রায় মিনিট দশেক খেলা বন্ধের পর জানা গেলো, লক্ষ্য আসলে ১৭০। ম্যাচ শেষ হতে হতে সেই লক্ষ্য বদলে গেলো ১৭১ রানে!

লক্ষ্য বদলানোর প্রায় সঙ্গে সঙ্গেই অবশ্য ফিরলেন লিটন দাস। সৌম্য ও নাইম শেখ মিলে আস্কিং রেটের সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে পারছিলেন না ঠিকমত।

সেটি বদলে গেলো ইশ সোধি ও অ্যাডাম মিলনের করা ষষ্ঠ ও সপ্তম ওভারে। দুই ওভার মিলিয়ে সৌম্য ও নাইম নিলেন ৩৯, তাতে কিছুক্ষণের জন্য হলেও ম্যাচে ফিরেছিল বাংলাদেশ।

কিন্তু সে পর্যন্তই। সৌম্য ফিফটি তুলে নিয়েছিলেন ২৫ বলে, কিন্তু টিম সাউদির বলে তিনি ফিরলে রানের চাকা মন্থর হয়ে পড়ে বাংলাদেশের।

দোষ চাপে নাইমের কাঁধেও। রান যখন চাই ওভারে প্রায় ১১ করে, তিনি সেখানে খেললেন ৩৫ বলে ৩৮ রানের ইনিংস। এই ধীর ইনিংসেই গতিবেগ হারিয়ে ফেলে বাংলাদেশ।

সৌম্য ফেরার পর বাকি সময়টা স্রেফ ব্যবধান কমানো। কেউই ঠিক আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারলেন না। তাতে বাংলাদেশ তাদের ইনিংস শেষ করে ১৪২ রানে, ভাগ্যে জোটে ২৮ রানের হার।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে নিজেদের কাজটা বেশ কিছুক্ষণ ভালোই করেছিল বাংলাদেশ বোলাররা।

১৪ ওভারে নিউজিল্যান্ড ১১৭ রান তুলতেই হারিয়ে ফেলেছিল পাঁচ উইকেট। কিন্তু সব উল্টে গেল পরের ২৩ বলে। সেই ২৩ বলে বাংলাদেশ দিয়ে বসলো ৫৭ রান।

গ্লেন ফিলিপস করলেন ফিফটি, ড্যারিল মিচেল করলেন ১৬ বলে ৩৪। তাতে ভর করে যতক্ষণে দ্বিতীয় বার বৃষ্টির আঘাত, ততক্ষণে স্কোরবোর্ডে ১৭৩ রান তুলে ফেলেছে স্বাগতিকরা।

ফিফটি ও এক উইকেটের জন্য ম্যাচসেরার পুরষ্কার জিতে নেন ফিলিপস।

বৃহস্পতিবার নিউজিল্যান্ড সফরের শেষ ম্যাচে অকল্যান্ডে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর