বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই মুস্তাফিজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ মার্চ, ২০২১ ১১:৩৭

দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। তার বদলে একাদশে এসেছেন তাসকিন আহমেদ।

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।

টস জেতার পর এ সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারার পর টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

এই সিরিজে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবাল ও হাসান মাহমুদকে। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তামিম। পিঠের চোটের কারণে খেলা হচ্ছে না পেইসার হাসানের।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ পাচ্ছে না মুশফিকুর রহিমকেও। কাঁধের চোটে মাঠের বাইরে তিনি।

দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। তার বদলে একাদশে এসেছেন তাসকিন আহমেদ।

একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ডও। লকি ফার্গুসনের বদলে খেলছেন অ্যাডাম মিলনে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাইম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালেন, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, অ্যাডাম মিলনে ও হামিশ বেনেট।

এ বিভাগের আরো খবর