বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২১১ তাড়া করা সম্ভব ছিল: আফিফ

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৪:৪০

বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের ইনিংস শেষ করে ১৪৪ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন আফিফ হোসেন।

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬৬ রানের বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ডেভন কনওয়ের ৫২ বলে অপরাজিত ৯২ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড তুলেছিল ২১০।

২১১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইশ সোধির বোলিং তোপে একপর্যায়ে ৫৯ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের এ লেগ স্পিনার তুলে নেন চার উইকেট।

বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের ইনিংস শেষ করে ১৪৪ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন আফিফ হোসেন।

ম্যাচের পর আফিফ বলেন, হ্যামিল্টনের মাঠ তুলনামূলক ছোট। এত উইকেট না পড়লে রান তাড়া করা সম্ভব ছিল বলে মনে করেন তিনি।

‘মাঠ যেহেতু ছোট ছিল এ ধরনের স্কোর অবশ্যই তাড়া করা সম্ভব ছিল বলে আমার মনে হয়। আমাদের পরপর উইকেটগুলো না পড়লে হয়তো এই রান আমরা তাড়া করতে পারতাম’, বলেন এই তরুণ অলরাউন্ডার।

আফিফ যোগ করেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা এই ছোট মাঠের সুবিধা নিতে পারলেও পারেননি তারা। তিনি বলেন, ‘ব্যাটিংয়ের জন্য আমার মনে হয় উইকেট ভালো ছিল। মাঠ ছোট ছিল, ব্যাটসম্যানদের পক্ষে ছিল জিনিসটা। ওদের ব্যাটসম্যানরা এই মাঠের সুবিধাটা বেশ ভালোভাবে নিতে পেরেছে। আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম হয়তো।’

হ্যামিল্টনের পর দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল এরপর যাবে নেপিয়ারে। সেখানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে মঙ্গলবার।

এ বিভাগের আরো খবর