বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়ের ইচ্ছা দেখে ভালো লেগেছে: মাহমুদুল্লাহ

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১১:৪১

বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করেন, ১৯০ রানের মধ্যে নিউজিল্যান্ডকে আটকে রাখা গেলে সেই লক্ষ্য তাড়া করা যেত।

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ রানের বড় হার উপহার পেয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের অপরাজিত ৯২ রানের ইনিংসে ভর করে ২১০ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড।

জবাবে ইশ সোধির বোলিং তোপে একপর্যায়ে ৫৯ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ৬৩ রানের জুটি গড়ে সেখান থেকে অবশ্য বাংলাদেশকে উদ্ধার করেন আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।

বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের ২০ ওভারে করতে পারে ৮ উইকেটে ১৪৪।

এমন ম্যাচের পর বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, টি-টোয়েন্টিতে অল্প রানে গুটিয়ে যাওয়ার মতো ব্যাপার ঘটতেই পারে। তবে এই ম্যাচের ইতিবাচক দিক হিসেবে তিনি দেখছেন দলের মধ্যে থাকা জয়ের ইচ্ছা।

‘একটা ইতিবাচক দিক আমি নিতে চাই (এই ম্যাচ থেকে), জয়ের যে ইচ্ছাটা ছিল, তা দেখতে পাওয়াটা ভালো ছিল। টি-টোয়েন্টিতে ১০০-১২০ রানে অলআউট হতেই পারেন। কিন্তু অন্তত আপনি যদি দেখাতে পারেন যে আপনি জিততে চান, তাহলে আমাদের সুযোগ থাকতেও পারে’, বলেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করেন, ১৯০ রানের মধ্যে নিউজিল্যান্ডকে আটকে রাখা গেলে সেই লক্ষ্য তাড়া করা যেত। তিনি বলেন, ‘আমার মনে হয় বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না। কিছু মিসফিল্ডিং বাউন্ডারি দিয়ে দিয়েছে। ১৯০ রান হলে সেটি তাড়া করে জেতা যেত। একসঙ্গে বেশ কয়েকটি উইকেট হারানো ম্যাচ জেতায় কোনো সাহায্য করে না, যা আমরা বারবার করছি।’

কনওয়ে ৪৭ রানে থাকার সময় একটি সুযোগ দিয়েছিলেন নাসুম আহমেদের বলে। বাউন্ডারিতে ক্যাচ নিয়েছিলেনও শরিফুল ইসলাম। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য থার্ড আম্পায়ারের সহায়তা নেওয়া হলে তিনি বলেন, শরিফুলের পা লেগেছে সীমানা দড়িতে।

মাহমুদুল্লাহ অবশ্য সেই সিদ্ধান্ত নিয়ে বেশি কিছু বলতে নারাজ। জানান, ক্যাচ নেওয়ার পর শরিফুল নিজেই ছিলেন সন্দিহান।

‘আমি প্রথমেই শরিফুলকে জিজ্ঞাসা করি যে ছয় নাকি। কিন্তু ও নিশ্চিত ছিল না। তখনই ভেবেছিলাম যে এটি ছয় হতে পারে। পা এবং বাউন্ডারির মধ্যে খুব সামান্য গ্যাপ ছিল। দিনশেষে এটি আম্পায়ারের সিদ্ধান্ত এবং আমাদের সেটিকে সম্মান করতে হবে,’ বলেন বাংলাদেশ অধিনায়ক।

এ বিভাগের আরো খবর