বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিষেকে দুই উইকেট নাসুমের

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ০৭:৫০

প্রথম দশ ওভার শেষে নাসুমের বলে দুই উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে নিউজিল্যান্ড। উইকেটে আছেন ডেভন কনওয়ে ও উইল ইয়াং।

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে দুজনের- বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও তরুণ পেইসার শরিফুল ইসলামের।

প্রথম দশ ওভার শেষে অবশ্য অভিষেকে দুজনের অভিজ্ঞতা দুরকম। দুই উইকেট তুলে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের নায়ক নাসুম। অন্যদিকে এখনও আদর্শ লাইন-লেংথ খুঁজে না পেয়ে তিন ওভারে ৩৬ রান দিয়েছেন শরিফুল।

প্রথম দশ ওভার শেষে নাসুমের বলে দুই উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে নিউজিল্যান্ড।

টসে হেরে ফিল্ডিংয়ে নামার পর প্রথম ওভারেই অভিষিক্ত নাসুমকে বল দেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম পাঁচ বলে দারুণ লাইন-লেংথ বজায় রেখে বাঁহাতি এ স্পিনার রান দিয়েছিলেন মাত্র ১। আর শেষ বলে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা ফিন অ্যালেনকে বোল্ড করে নাসুম তুলে নেন আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম উইকেট।

তবুও মার্টিন গাপটিলের ব্যাটে চড়ে পাওয়ারপ্লের ছয় ওভারে নিউজিল্যান্ড তোলে ৪৮। কিন্তু সপ্তম ওভারে বোলিংয়ে আসেন নাসুম। তাকে সামনে এগিয়ে এসে উড়িয়ে মারতে চান গাপটিল, কিন্তু কেবল পারেন লং অফে সৌম্য সরকারকে সহজ এক ক্যাচ দিয়ে ৩৫ রানে ফিরতে।

গাপটিলের বিদায়ের পর আক্রমণের দায়িত্ব নেন ডেভন কনওয়ে। ১০ ওভার শেষে তিনি অপরাজিত ২৫ বলে ৩৭ রানে, তার সঙ্গে উইকেটে আছেন উইল ইয়াং।

এ বিভাগের আরো খবর