সাকিব আল হাসান শ্রীলঙ্কা সফরে না গিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন। এ নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহলে বেশ কিছু দিন চলেছে তোলপাড়।
সাকিবের পাশাপাশি আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। এক কোটি রুপি ভিত্তিমূল্যের বিনিময়ে তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।
মুস্তাফিজ আইপিএলে খেলবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়। তবে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি বলেছিলেন, তার কাছে সবার আগে দেশ।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক জানান, মুস্তাফিজ আইপিএল খেলবেন কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বিসিবির হাতে।
‘মুস্তাফিজ আইপিএল খেলবেন কি না সেটা বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে, মুস্তাফিজ আইপিএল খেলবে, তাহলে অবশ্যই ও যাবে। যদি মুস্তাফিজকে আইপিএল খেলতে দেয়া হয় তাহলে ওকে ছাড়া আমরা দল বিবেচনা করব’, বলেন সাবেক এই বাঁহাতি স্পিনার।
শ্রীলঙ্কা সিরিজে দলে পরিবর্তন আসবে বলেও জানান তিনি। তবে তিনি যোগ করেন, দল এখনও তৈরি নয়।
‘শ্রীলঙ্কা সিরিজে শুধুমাত্র টেস্ট খেলা হবে। তাই খুব স্বাভাবিকভাবেই কিছু খেলোয়াড় বদল হবে যেটা আপনারা সবাই জানেন। এখনই যে টিম দিয়ে দেয়া হবে বা টিম তৈরি হয়ে গিয়েছে এমন নয়। জাতীয় দল করতে হলে দেখা যায় কয়েকটা খেলোয়াড় নিয়ে আগে বসতে হয়। সে রকম অবস্থানে আছে এখনও। পুরোপুরি সব মিটিং এখনো হয়নি’, বলেন রাজ্জাক।
এপ্রিলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের সিরিজ শুরু হবে ২১ এপ্রিল। তবে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ; সাত দিন থাকবে কোয়ারেন্টিনে।