বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিন্ন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের

  •    
  • ২৭ মার্চ, ২০২১ ১৭:২৮

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত চার টি-টোয়েন্টির চারটিতেই হার বাংলাদেশের। সর্বশেষ ওয়ানডে সিরিজেও হারতে হয়েছে ৩-০ ব্যবধানে।

ওয়ানডে সিরিজের পর এবার পালা টি-টোয়েন্টি সিরিজের। হ্যামিল্টনে রোববার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত চার টি-টোয়েন্টির চারটিতেই হার বাংলাদেশের। সর্বশেষ ওয়ানডে সিরিজেও হারতে হয়েছে ৩-০ ব্যবধানে।

২০ ওভারের ফরম্যাটে তাই টাইগারদের চাওয়া সেই স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানো। অন্যদিকে নিউজিল্যান্ডের চাই আরেকটি সিরিজ জয়।

নেই তামিম

সাকিব আল হাসান ছিলেন না সফরের শুরু থেকেই। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবালকেও।

ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। দলের সবচেয়ে সফল ব্যাটসম্যানকে ছাড়াই তাই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশ পাচ্ছে না হাসান মাহমুদকেও। পিঠের চোটের প্রথম ওয়ানডের পর আর মাঠে নামতে পারেননি এই তরুণ পেইসার। তিনিও দেশে ফিরছেন তামিমের সঙ্গেই; খেলা হচ্ছে না টি-টোয়েন্টি সিরিজে।

নিজেদের সেরাটা দেয়ার আশায় মাহমুদুল্লাহ

ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচ বাদে বাকি দুই ম্যাচেই দেখা গেছে ব্যাটিংধস। সঙ্গে পুরো সিরিজেই ছিল বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী।

টি-টোয়েন্টি সিরিজে এসব ভুল কাটিয়ে উঠতে চান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ; চান নিজেদের সেরা ক্রিকেট খেলতে।

‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। যদিও আমাদের বোলাররা ভালো পারফর্ম করেছে। কিন্তু কিছু ভুল ফিল্ডিংয়ের কারণে ফলাফল পক্ষে আনতে পারিনি। টি-টোয়েন্টিতে কোনো ধরনের জড়তা ছাড়া ভয়-ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে। আমরা এটার জন্য মুখিয়ে আছি। কাল (রোববার) আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব’, বলেন মাহমুদুল্লাহ।

তরুণ দল নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে বিশ্রামের জন্য নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন ও টিম সাইফার্টকে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেই রাখেনি নিউজিল্যান্ড।

উইলিয়ামসনের বদলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন পেইসার টিম সাউদি।

সম্ভাব্য একাদশ

তামিমের বদলে একাদশে আসার সম্ভাবনা রয়েছে নাইম শেখের। একাদশে সুযোগ মিলতে পারে আফিফ হোসেনের; বাদ পড়তে পারেন মেহেদি হাসান মিরাজ। একাদশে ফিরতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিনও।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়ানডে সিরিজের দল থেকে বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ায় সুযোগ পেতে পারেন টড অ্যাস্টল, অ্যাডাম মিলনেরা। ফিরতে পারেন লকি ফার্গুসন। সঙ্গে একাদশে থাকবেন লেগ স্পিনার ইশ সোধি। অভিষেক হতে পারে তরুণ ব্যাটসম্যান ফিন অ্যালেনের।

সম্ভাব্য নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, উইল ইয়াং, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন।

পিচ ও কন্ডিশন

হ্যামিল্টনের সেডন পার্কের পিচ সাধারণত বেশ ব্যাটিং সহায়ক। প্রথম ইনিংসে এই মাঠে গড় রান ১৮৩।

হ্যামিল্টনে সকালে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা সামান্য।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে রোববার সকাল ৭টায়।

এ বিভাগের আরো খবর