ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরে আসছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
তবে একা দেশে ফিরছেন না তিনি। শনিবার তামিমের দেশে ফেরার ফ্লাইটে সঙ্গী হয়েছেন হাসান মাহমুদও। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ পেইসার।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মধ্য দিয়ে বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডানেডিনে প্রথম ওয়ানডেতে পিঠে চোট পান এই হাসান। ফলে খেলা হয়নি সিরিজের বাকি দুই ওয়ানডে। অবস্থার উন্নতি না হওয়ায় টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরতে হচ্ছে হাসানকে। দেশের আসার পর তিনি থাকবেন বিসিবির মেডিক্যাল বিভাগের পর্যবেক্ষণে।
২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল হাসানের। এরপর ওয়ানডে অভিষেক হয় এ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে, প্রথম ম্যাচে তুলে নিয়েছিলেন তিন উইকেটও।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন খরুচে। ৪.২ ওভার বোলিং করে দিয়েছিলেন ৪৯ রান, তুলে নিয়েছিলেন একটি উইকেট।