বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোনোভাবেই ধারাবাহিক নয় বাংলাদেশ: তামিম

  •    
  • ২৬ মার্চ, ২০২১ ১৩:৪২

দেশের বাইরেই বাংলাদেশের সমস্যা উল্লেখ করে তামিম বলেন, প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিলেও তৃতীয় ম্যাচে এসে সেগুলোরই পুনরাবৃত্তি করেছেন তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিই হেরেছে বাংলাদেশ। এ নিয়ে দেশটির মাটিতে তাদের বিপক্ষে টানা ১৬টি ওয়ানডে হারল টাইগাররা।

সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে বিরাট ব্যবধানে হারে বাংলাদেশ। দুই ম্যাচেই ছিল ব্যাটিংধস। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ফিল্ডিংয়ের ছিল দৈন্যদশা।

নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের প্রথম বিদেশ সফরেই সব ম্যাচ হারার অভিজ্ঞতা হলো তামিম ইকবালের। দলের পারফরম্যান্সকে এককথায় হতাশাজনক হিসেবেই আখ্যায়িত করলেন অধিনায়ক; বললেন কোনোভাবেই ধারাবাহিক নন তারা।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘দলগত বা ব্যক্তিগত-কোনোভাবেই আমরা ধারাবাহিক নই। আমি মনে করি এটাই সমস্যা এবং এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। আমি বলেছিলাম যে, আমি মনে করি, এখানে আমরা উন্নতি করতে আসিনি; এসেছি ম্যাচ জিততে।

‘এটা শুধুমাত্র কোনো দ্বিপক্ষীয় সিরিজ নয়। আপনি জিতলে আপনি পয়েন্ট পাবেন যা আপনাকে বাছাইপর্ব উতরাতে সাহায্য করবে। আমরা যেভাবে খেলেছি তা খুবই হতাশাজনক ছিল।’

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে উন্নতি হয়েছিল বাংলাদেশের। জয়ের সম্ভাবনাও দেখা দিয়েছিল এক পর্যায়ে। কিন্তু ক্যাচ মিস ও মিস ফিল্ডিংয়ের ছড়াছড়িতে সেই ম্যাচ হাতছাড়া হয় টাইগারদের।

দেশের বাইরেই বাংলাদেশের সমস্যা উল্লেখ করে তামিম বলেন, প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিলেও তৃতীয় ম্যাচে এসে সেগুলোরই পুনরাবৃত্তি করেছেন তারা।

‘আমার ধারণা প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে আমরা বেশ ভালোই শিক্ষা নিয়েছিলাম। (সেই ভুলগুলো) আমরা দ্বিতীয় ম্যাচে হতে দেইনি। কিন্তু তৃতীয় ম্যাচে আমরা একই ভুলের পুনরাবৃত্তি করেছি। আপনি জানেন যে, আপনাকে শেখানোর জন্য আপনি পৃথিবীর সেরা কোচকে পেতে পারেন। তবে দিনশেষে খেলোয়াড়দের বুঝতে হবে যে, কখন কী করতে হবে, কী করা যাবে না। সমস্যাটা মূলত বিদেশের মাটিতে। দেশের বাইরে আমরা ধারাবাহিক নই’, বলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ঘরের বাইরে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ বেশ নিম্নমুখী। ২০১৮ সালের শুরু থেকে দেশের বাইরে ৩০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তাতে জয় এসেছে মাত্র ১২টি। তার মধ্যে দুটি আফগানিস্তান ও একটি আয়ারল্যান্ডের বিপক্ষে। বাকি ছয়টিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটি করে জয় পাকিস্তান, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে।

আপাতত তাই নিউজিল্যান্ডে ওয়ানডেতে জয়খরা কাটানো হলো না বাংলাদেশের। সেই ব্যর্থতা নিয়েই আপাতত টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ; লক্ষ্য থাকবে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচ জয়।

সেই সিরিজে অবশ্য থাকছেন না তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

এ বিভাগের আরো খবর