নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজে বাংলাদেশ লড়াই করেছে কেবল দ্বিতীয় ম্যাচে। প্রথম ও তৃতীয়, দুই ম্যাচেই রীতিমত উড়ে গিয়েছে টাইগাররা।
প্রথমে ম্যাচে হার এসেছিল ৮ উইকেটে, তৃতীয় ম্যাচে ১৬৪ রানে। এই দুই ম্যাচেই দেখা গিয়েছে ব্যাটিং দুর্দশা, সঙ্গে শেষ দুই ম্যাচে ফিল্ডিংয়ে ছিল দৈন্যদশা।
এসব মিলিয়েই সিরিজে জুটেছে ৩-০ ব্যবধানে হার। এমনভাবে সিরিজ হারার পর অবশ্য বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল কোনো অজুহাত দিতে রাজি নন। তৃতীয় ওয়ানডের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ভালো ক্রিকেট খেলেননি তারা।
‘যখন আপনি নিউজিল্যান্ডে আসেন, আপনি জানেন বল সুইং করবে, বাউন্স বেশি করবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। আমাওরা খুব তাড়াতাড়ি খুব বেশি বাজে শট খেলেছি এবং যখন আপনি দশ ওভারেই তিন উইকেট হারিয়ে ফেলেছেন, ওখানেই খেলা শেষ। আমি ওই ধরণের মানুষ নই যে কোয়ারেন্টিন বা অনুশীলনের সময় পায়নি এটি বলব। সহজ কথায়, আমরা ভালো ক্রিকেট খেলিনি’-বলেন তামিম।
ওয়ানডে অধিনায়ক বলেন, ছোট ছোট জিনিস যেমন - ক্যাচ ও অন্যান্য সুযোগ হাতছাড়া করাটা তাদের ভুগিয়েছে।
দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, ‘কিছু ক্ষেত্রে ছোট জিনিসগুলো আপনাকে অনেক বেশি ভোগায়, ক্যাচ, মিস করা সুযোগ কিন্তু নিউজিল্যান্ডকে পুরো সিরিজে দারুণ খেলার জন্য কৃতিত্ব দিতেই হয়। আপনি যখন নিউজিল্যান্ডে আসেন, ৩০০ রান তাড়া করার মতই কিন্তু যেভাবে আমরা ব্যাটিং করেছি সেভাবে সম্ভব নয়। খুব বেশি বাজে শট ছিল। কিন্তু সব মিলিয়ে, নিউজিল্যান্ড আমাদের চেয়ে ভালো দল ছিল।’
২৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে অবশ্য থাকছেন না তামিম। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে ছুটি নিচ্ছেন বাংলাদেশের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।