বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন উইকেট তুলে নিয়ে দারুণ শুরু বাংলাদেশের

  •    
  • ২৬ মার্চ, ২০২১ ০৫:০০

তাসকিন নিকোলসকে ফেরানোর পর গাপটিল ও টেইলরকে ফেরান রুবেল। তাতে ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৫৭।

ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সাত ওভার পর্যন্ত সেই সিদ্ধান্ত সঠিকই মনে হচ্ছিল।

দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস মিলে তুলে ফেলেছিলেন ৪০। এমনকি, তাসকিন আহমেদের করা অষ্টম ওভারে নিকোলসের ক্যাচ ফেলে যেন মুশফিকুর রহিম প্রমাণ করতে চাইলেন, দিনটা নিউজিল্যান্ডেরই।

কিন্তু সেই ক্যাচ পড়ার পর নিকোলসকে ফেরাতে তাসকিন সময় নেন মাত্র দুই বল। দারুণ এক ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান নিকোলসকে।

পরের ওভারেই আরেকটি ক্যাচ নেন লিটন। রুবেল হোসেনের শর্ট বল পুল করতে গিয়ে টাইমিংটা ঠিকমত হয়নি গাপটিলের, মিড অনে সহজ ক্যাচ নিয়ে ২৬ রানে এই ব্ল্যাকক্যাপস ব্যাটসম্যান।

এগারোতম ওভারে রস টেইলর আউট হতে পারতেন চতুর্থ বলেই। কিন্তু রুবেলের বলে মিড অনে ক্যাচ ফেলেন মুস্তাফিজুর রহমান। পরের বলে টেইলর চার হাঁকালেও রুবেল বদলা নেন সঙ্গে সঙ্গেই।

পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন টেইলরকে। এবার অবশ্য আর ভুল করেননি মুশফিক। ক্যাচ ধরে টেইলরকে ফেরান ৭ রানে।

তাতে ১১ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে নিউজিল্যান্ড। উইকেটে আছেন ডেভন কনওয়ে ও অধিনায়ক ল্যাথাম।

এ বিভাগের আরো খবর